Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২০, ২০২৪

তান্ডব ডিকক–সল্টের, সুপার এইটের প্রথম ম্যাচেই সহজ জয় দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
তান্ডব ডিকক–সল্টের, সুপার এইটের প্রথম ম্যাচেই সহজ জয় দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের

বিশ্বকাপের গ্রুপ পর্বে একেবারেই ছন্দে ছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটররা। সুপার এইটে অন্য দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং সহায়ক উইকেট পেতেই জ্বলে উঠলেন কুইন্টন ডিককরা। অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান প্রোটিয়াদের। আমেরিকাকে ১৮ রানে হারিয়ে সুপার এইট অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, সুপার এইটের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে হার ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজের।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আমেরিকা। তৃতীয় ওভারে রেজা হেনড্রিকসকে (‌১১ বলে ১১)‌ তুলে নেন সৌরভ নেত্রাভালকার। এরপর ঝড় তোলেন কুইন্টন ডিকক ও এইডেন মার্করাম। ১৩তম ওভারে পরপর ২ বলে ডিকক (‌৪০ বলে ৭৪)‌ ও ডেভিড মিলারকে (‌০)‌ ফেরান হরমিত সিং। মার্করাম ‌৩২ বলে ৪৬ রান করে আউট হন। শেষ দিকে ঝড় তোলেন হেনরিখ ক্লাসেন (‌২২ বলে অপরাজিত ৩৬) ও ট্রিস্টান স্টাবস (‌১৬ বলে অপরাজিত ২০)‌। ১৯৪/‌৪ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩৩ রান তোলে আমেরিকা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায়। একসময় তাদের রান ছিল ৭৬/‌৫। সেখান থেকে হারমিত সিংকে (৩৮) সঙ্গে নিয়ে ৪৩ বলে ৯১ রানের দুর্দান্ত জুটি গড়েন আন্দ্রিয়েস গুস। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৬/‌৬ রানে থেমে যায় আমেরিকা। ৪৭ বলে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮০ রানে অপরাজিত থাকেন গুস। ১৮ রানে ৩ উইকেট নেন রাবাদা।
সুপার এইটের অন্যম্যাচে ফিল সল্টের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮০ রান তোলে ক্যারিবিয়ানরা। সর্বোচ্চ ৩৮ (‌৩৪ বলে)‌ রান করেন জনসন চার্লস। ৩২ বলে ৩৬ রান নিকোলাস পুরানের। ৫টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৬ রান করেন অধিনায়ক রভম্যান পাওয়েল। ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ২২ বলে ২৫ রান করে বাটলার আউট হন। ৩ নম্বরে নামা মইন আলি (‌১০ বলে ১৩)‌ বড় রান না পেলেও সমস্যা হয়নি ইংল্যান্ডের। সল্ট ও জনি বেয়ারস্টোর তান্ডবে উড়ে যান ক্যারিবিয়ান বোলাররা। ১৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে (‌১৮১/‌২)‌ পৌঁছে যায় ইংল্যান্ড। ৪৭ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন সল্ট। ২৬ বলে অপরাজিত ৪৮ রান করেন জনি বেয়ারস্টো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!