- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৭, ২০২৪
অষ্টমবারের প্রচেষ্টায় সফল, আফগানদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রতিযোগিতায় ভাল শুরু করেও শেষটা ভাল হয়না দক্ষিণ আফ্রিকার। গায়ে সেঁটে গেছে ‘চোকার্স’ তকমা। এর আগে একদিনের ও টি২০ বিশ্বকাপ মিলিয়ে মোট ৭ বার সেমিফাইনালে উঠেছিল। একবারও সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি। অবশেষে ৮ বারের প্রচেষ্টায় সেমিফাইনালে বাধা টপকাতে সক্ষম হল প্রোটিয়ারা। আফগানিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে পৌঁছে গেল টি২০ বিশ্বকাপের ফাইনালে।
এবারের বিশ্বকাপে দারুণ আশা জাগিয়েছিল আফগানিস্তান। প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিল। কিন্তু সেমিফাইনালের চাপ নিতে পারেননি রশিদ খানরা। দক্ষিণ আফ্রিকার দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং। ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের উইকেট যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। সেই উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আফগান ব্যাটিংয়ে বড় ভরসা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। প্রথম ওভারেই তাংকে তুলে নিয়ে মার্কো জানসেন যে ধাক্কা দিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি আফগানরা। ৫ ওভারের মধ্যে ২৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। আমানুল্লাহ (১০) কোনো ব্যাটার দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। আফগান ইনিংসে সর্বোচ্চ রান ‘শ্রীযুক্ত অতিরিক্ত’র ১৩। তাবারেজ সামসি ১.৫ ওভার বোলিং করে ৬ রানে ৩ উইকেট নেন। ১৬ রানে ৩ উইকেট নেন মার্কো জানসেন। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও আনরিখ নোখিয়ে।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ফর্মে থাকা কুইন্টন ডিকককে (৫) তুলে নেন ফজলহক ফারুকি। এরপর আফগান বোলারদের আর কোনও সুযোগ দেননি রেজা হেনড্রিকস (২৫ বলে অপরাজিত ২৯) ও অধিনায়ক এইডেন মার্করাম (২১ বলে অপরাজিত ২৩)। সতর্কভাবে খেলে দলকে ফাইনালে তোলেন। ম্যাচের সেরা হয়েছেন মার্কো জানসেন। চলতি টি২০ বিশ্বকাপে এখনও অপরাজিত দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জিতলেই টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
❤ Support Us