Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৪, ২০২৪

সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার কাছে হার শ্রীলঙ্কার

আরম্ভ ওয়েব ডেস্ক
সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার কাছে হার শ্রীলঙ্কার

টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লজ্জার নজির গড়ল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুটিয়ে গেল মাত্র ৭৭ রানে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে শ্রীলঙ্কার এটাই সর্বনিম্ন রানের স্কোর। শুধু আন্তর্জাতিক টি২০–তেই নয়, বিশ্বকাপেও শ্রীলঙ্কার সর্বনিম্ন রান। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ও অবশ্য সহজে আসেনি।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আনরিখ নরখিয়ের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৯.‌১ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান উইকেটকিপার কুশল মেন্ডিসের ৩০ বলে ১৯। কামিন্দু মেন্ডিস করেন ১৫ বলে ১১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৬ বলে করেন ১৬। বাকিরা কেউ দু’‌অঙ্কের রান পাননি। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন নর্খিয়ে।
টি২০ বিশ্বকাপে এর আগে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৮৭। ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রানে গুটিয়ে গিয়েছিল। আর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালে মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়েছিল।
জয়ের জন্য ৭৮ রান তুলতেও দক্ষিণ আফ্রিকাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। প্রথম ৬ ওভারে রান ছিল মাত্র ২৭। তার ফাঁকেই হারিয়েছিল রেজা হেনড্রিকস (‌৪)‌ ও অধিনায়ক এইডেন মার্করামকে (‌১২)‌। ৫১ রানের মাথায় ফিরে যান কুইন্টন ডিকক (‌২৭ বলে ২০)‌। এরপরই আউট হন ট্রিস্টান স্টাবস (‌২৮ বলে ১৩)‌। ১৩ ওভারের মধ্যে ৫৮ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার (‌৮০/‌৪)‌ ১৬.‌২ ওভার লেগে যায়। হেনরিখ ক্লাসেন ২২ বলে ১৯ ও ডেভিড মিলার ৬ বলে ৬ রানে অপরাজিত থাকেন। হাসারাঙ্গা ৩.২ ওভারে ২২ রানে ২ উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!