Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৩

আইসিসি–র টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন, উঠলেন জাদেজাও

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিসি–র টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন, উঠলেন জাদেজাও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে দুরন্ত বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তার পুরস্কার পেলেন ভারতীয় দলের এই দুই স্পিনার। আইসিসি–র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উঠে এসেছেন অশ্বিন ও জাদেজা। ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন অধিনায়ক রোহিত শর্মাও।
বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি–র র‌্যাঙ্কিং। টেস্ট বোলারদের তালিকায় দু’‌ধাপ উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৪৬। শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সংগ্রহে ৮৬৭ পয়েন্ট।  তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। তাঁর পয়েন্ট ৮৩৫। ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রবীন্দ্র জাদেজা ১৬ নম্বর স্থানে উঠে এসেছেন। অশ্বিন ও জাদেজা যে র‌্যাঙ্কিংয়ে উঠে আসবেন, এটা প্রত্যাশিতই ছিল। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে অশ্বিন পেয়েছিলেন ৪২ রানে ৩ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ৭৯ রানে ৮ উইকেট। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা প্রথম দিনেই ৪৭ রানে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে পেয়েছিলেন ২ উইকেট। ম্যাচে ৯১ রানে ৭ উইকেট। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা যশপ্রীত বুমরা রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮০৩। রবিচন্দন অশ্বিন ও যশপ্রীত বুমরা ছাড়া ভারতের আর কোনও বোলার প্রথম দশের মধ্যে নেই। মহম্মদ সামি রয়েছেন ১৮ নম্বর স্থানে এবং অক্ষর প্যাটেল রয়েছেন ২০ নম্বর স্থানে।
ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নাগপুরে সেঞ্চুরি করার সুবাদে তিনি দু’‌ধাপ উঠে এসেছেন। এই মুহূর্তে তিনি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে রয়েছেন ৮ নম্বর স্থানে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। আর রোহিত ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ। তিনি রয়েছেন ৭ নম্বরে। চলতি সিরিজেই ঋষভ পন্থকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম কুড়ির মধ্যে রোহিত ও ঋষভ ছাড়াও রয়েছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। কোহলি রয়েছেন ১৬ নম্বর স্থানে এবং শ্রেয়স আয়ার এক ধাপ উঠে রয়েছেন ১৭ নম্বর স্থানে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!