- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৪, ২০২৪
আইসিসি বর্ষসেরা টেস্ট দলে ভারতের ২, জায়গা হয়নি কোহলি-রোহিতের
আগের টি২০ ও একদিনের ক্রিকেটে বর্ষসেরা দল বেছে নিয়েছে আইসিসি। পুরুষদের দুটি দলেই ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য। কিন্তু বর্ষসেরা টেস্ট দলে ছবিটা ভিন্ন। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দাপট। আইসিসি-র বর্ষসেরা দলে রয়েছেন অস্ট্রেলিয়ার ৫ জন। ভারত থেকে মাত্র ২ জন ক্রিকেটার। সুযোগ পাননি দেশের দুই সেরা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারত থেকে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন প্যাট কামিন্স, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। গতবছর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিতেছিল। গতবছর টেস্টে দারুণ পারফরমেন্স করার জন্যই অস্ট্রেলিয়া থেকে ৫ জন সুযোগ পেয়েছেন। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপই নয়, ২০২৩ অ্যাশেজ সিরিজও জিতেছিল অস্ট্রেলিয়া।
বর্ষসেরা টেস্ট দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা ও শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নেকে। মিডল অর্ডারে ইংল্যান্ডের জো রুটের সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। উইকেটকিপার হিসাবে সুযোগ পেয়েছেন অ্যালেক্স ক্যারি। অল রাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্টের এক নম্বর বোলার অশ্বিনও এই তালিকায় জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রডও জায়গা পেয়েছেন।
বর্ষসেরা টেস্ট একাদশ: উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), আলেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক ((অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।
❤ Support Us