- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১২, ২০২৩
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২০ জানুয়ারি নামছে ভারত, প্রথম ম্যাচে সামনে বাংলাদেশ
ঘোষিত হল ২০২৪ অনূর্ধ্ব-১৯ ছেলেদের সূচি। ১৯ জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ওই দিনই দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। পরের দিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
এবারের প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে আফগানিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড।
২০২৪ বিশ্বকাপের ফরম্যাটে কিছুটা বদল করেছে আইসিসি। প্রতিটা গ্রুপের শীর্ষে থাকা তিনটি করে মোট ১২টি দল সুপার সিক্সে উঠবে। এই ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলবে। ৩০ জানুয়ারি থেকে সুপার সিক্স পর্ব শুরু হবে।
এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে আইসিসি। শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা এই নিয়ে তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। এর আগে ১৯৯৮ ও ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল।
❤ Support Us