Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৪, ২০২৩

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগোল অস্ট্রেলিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগোল অস্ট্রেলিয়া

ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও হার। প্রথম ২ ম্যাচে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই জায়গা থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শনিবার ইংল্যান্ডকে হারাল ৩৩ রানে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় অনেকটাই ভাল জায়গায় থাকল অস্ট্রেলিয়া।

গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে বিধ্বংসী ব্যাট করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। এদিন অবশ্য এই দুই অস্ট্রেলিয়ান ওপেনারই ব্যর্থ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ট্রাভিস হেডকে (‌১০ বলে ১১)‌ তুলে নেন ক্রিস ওকস। ষষ্ট ওভারে ডেভিড ওয়ার্নারকেও (‌১৬ বলে ১৫)‌ ফেরান তিনি। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। দুজনের জুটিতে ওঠে ৭৫ রান।

স্মিথকে (‌৫২ বলে ৪৪)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন আদিল রশিদ। ১ ওভার পর জশ ইংলিসকেও (‌৩)‌ তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। দলকে চাপ থেকে উদ্ধার করে লাবুশেন ও ক্যামেরন গ্রিন। লাবুশেনকে (‌৮৩ বলে ৭১)‌ ফেরান মার্ক উড। ৫২ বলে ৪৭ রান করে ডেভিড উইলির বলে বোল্ড হন গ্রিন। এরপর মার্কাস স্টয়নিস (‌৩৫)‌, কামিন্স (‌১০)‌, স্টার্ক (‌১০)‌, জাম্পাদের (‌১৯ বলে ২৯)‌ মিলিত প্রয়াসে ৪৯.‌৩ ওভারে ২৮৬ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া। ৫৪ রানে ৪ উইকেট নেন ক্রিস ওকস। ২টি করে উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম বলেই জনি বেয়ারস্টকে (০) তুলে নেন মিচেল স্টার্ক। পঞ্চম ওভারে আবার ধাক্কা। এবার স্টার্কের শিকার জো রুট (১৩)। দাওয়িদ মালান ও বেন স্টোকস জুটি ইংল্যান্ডকে চাপের মুখ থেকে উদ্ধার করে। এই জুটি ১০০ রানের গন্ডি পার করে দেয় ইংল্যান্ডকে। ১০৩ রানের মাথায় আবার ধাক্কা ইংল্যান্ডের। মালানকে (৫০) ফেরান প্যাট কামিন্স। জস বাটলার (১) আবার ব্যর্থ।

বাটলার আউট হওয়ার পর ইংল্যান্ডকে টানছিলেন স্টোকস (৯০ বলে ৬৪) ও মইন আলি (৪৩ বলে ৪২)। ১৬৯ রানের মাথায় আউট হন স্টোকস। এরপর দ্রুত ফেরেন লিয়াম লিভিংস্টোন (২) ও মইন আলি। ১৮৬ রানে ৭ উইকেট হারিয়ে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের। ডেভিড উইলি ১৫ রান করে আউট হন। শেষ দিকে লড়াই করেন ক্রিস ওকস (৩২) ও আদিল রশিদ (২০)। ৪৮.১ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দুরন্ত বোলিং করে ২১ রানে ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!