Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৭, ২০২৩

‌বিতর্ককে বাইরে ছুঁড়ে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিতর্ককে বাইরে ছুঁড়ে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় বাংলাদেশের

বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে থেকেই চরম বিতর্কে ডুবে ছিল বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে পা দেওয়ার পরও বিতর্ক থামেনি। বিতর্ককে মাঠের বাইরে উড়িয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল বাংলাদেশ। ৯২ বল বাকি থাকতে জিতল ৬ উইকেটে। টানা তিনটি বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় তুলে নিল বেঙ্গল টাইগাররা। বাংলাদেশের জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরিও করেন।
ধরমশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে এদিন আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিং জুটিতে তুলে ফেলেছিলেন ৪৭। জাদরানকে (‌২৫ বলে ২২)‌ তুলে নিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। এরপর রহমত শাহকেও (‌২৫ বলে ১৮)‌ ফেরান সাকিব।
রহমানুল্লাহ গুরবাজ ও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছিলেন। শাহিদি (‌১৮)‌ ফিরচেই ধস নামে আফগানিস্তানের ইনিংসে। পরপর ফিরে যান গুরবাজ (‌৬২ বলে ৪৭)‌, নাজিবুল্লাহ জাদরান (‌৫)‌, মহম্মদ নবি (‌৬)‌। একসময় ১২৬ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে ৩৭.‌২ ওভারে গুটিয়ে যায় ১৫৬ রান। পরের দিকে আজমাতুল্লাহ করেন ২২। মেহেদি হাসান মিরাজ ২৫ রানে ৩টি, সাকিব ৩০ রানে ৩টি ও শরিফুল ইসলাম ৩৪ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই তানজিদ হাসানের (‌৫)‌ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফজলেহক ফারুকির বলে বোল্ড হন লিটন দাস (১৮ বলে ১৩)‌। ২৭ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে নিয়ে যান তিন নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে ওঠে ৯৭ রান। এই জুটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।
বল হাতে সাফল্যের পর ব্যাটেও দলকে নির্ভরতা দিলেন মেহেদি হাসান। সাকিবের বিকল্প বাংলাদেশ পেয়েই গেছে বলা যায়। এদিন ৭৩ বলে ৫৭ রানের ইনিংসে আত্মপ্রত্যয়ের ছাপ। তিনি যখন আউট হন বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। সাকিব ১৯ বলে ১৪ রান করে আউ‌ট হলেও বাংলাদেশের জয় পেতে সমস্যা হয়নি। ৩৪.‌৪ ওভারে ১৫৮/‌৪ তুলে প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলাদেশ। ৮৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন নাজমুল হাসান। আফগানিস্তানের হয়ে একটা করে উইকেট নেন ফারুকি, নবীন–উল–হক ও আজমাতুল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল ৫২ বল বাকি রেখে জয়ের। ২০১১ সালে চট্টগ্রামে হল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে জিতেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!