Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২০, ২০২৩

রিচার্ড সহায়তায় বিরাট সেঞ্চুরি ! আম্পায়ারিং নিয়ে কী মন্তব্য প্রাক্তনীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
রিচার্ড সহায়তায় বিরাট সেঞ্চুরি ! আম্পায়ারিং নিয়ে কী মন্তব্য প্রাক্তনীদের

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর এই সেঞ্চুরিতে থেকে গেল কলঙ্কের দাগ। সেঞ্চুরি নিয়ে বিতর্ক তুঙ্গে। আম্পায়ার রিচার্ড কেটেলবরো নাকি কোহলিকে সেঞ্চুরি করতে সাহায্য করেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। আম্পায়ারিং নিয়ে সমালোচনায় মুখর কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে শুরু করে হরভজন সিংরা।
ভারতের জয়ের জন্য তখন দুই রান প্রয়োজন। ব্যাট করছিলেন বিরাট কোহলি। ৪২ তম ওভারে বোলিং করতে এসেছিলেন বাংলাদেশের স্পিনার নাসুম আমেদ। সেই সময় বিরাট কোহলি ৯৭ রানে ক্রিজে। সেঞ্চুরিতে পৌঁছনোর জন্য কোহলির প্রয়োজন ছিল ৩ রান। গোটা স্টেডিয়ামকে বিস্মিত করে লেগ স্টাম্পের বাইরে বল ফেলেন নাসুম আহমেদ। ক্রিকেটীয় নিয়মে অবশ্যই ওয়াইড বল। কিন্তু আম্পায়ার রিচার্ড কেটেলবরো ওয়াইড দেননি। বৈধ বল হিসেবেই বিবেচিত করেছিলেন।
আম্পায়ার রিচার্ড কেটেলবরো যদি ওই বলটি ওয়াইড ঘোষণা করতেন, তাহলে কোহলি সেঞ্চুরির সম্ভাবনা অনেকটাই কমে যেত। পরের বলে তাঁকে হয় চার অথবা ছক্কা মেরে দলকে জেতাতে হত। না হলে তিনি সেঞ্চুরিতে পৌঁছতে পারতেন না। পরের বলটাও নাসুম আমেদ লেগ স্ট্যাম্পের বাইরে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু কোহলি বলটা ব্যাটে লাগান। কোনও রান অবশ্য নেননি। ওভারের তৃতীয় বল গ্যালারিতে পাঠিয়ে দলকে জেতানোর পাশাপাশি সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।
আম্পায়ারের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। অনেকেই মনে করছেন কোন ক্রিকেটারকে ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছানোর জন্য আম্পায়ারের সাহায্য করা উচিত নয়। নাসুম আহমেদের ওই বিতর্কিত বল নিয়ে হরভজন সিং বলেছেন, “আমার মনে হয় ওই বলটা ওয়াইড ছিল। আসলে ভারতীয় সমর্থকদের মতো আম্পায়ারও হয়তো কোহলির সেঞ্চুরি দেখতে চাইছিলেন। তাই বলটা ওয়াইড দেননি। তবে এটা নিয়ে বিতর্ক তৈরি হওয়া উচিত নয়। কোহলি সেঞ্চুরি করে দেশকে জিতিয়েছে আশা করছি সকলেই খুশি হবে।”
প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তও আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, “ওটা নিশ্চিত ভাবেই ওয়াইড ছিল। আম্পায়ারের এড়িয়ে যাওয়া উচিত হয়নি।” আর সেঞ্চুরির জন্য কোহলির বেশ কিছুক্ষণ অপেক্ষা করা কিংবা ডট বল খেলা নিয়েও অনেকে সমালোচনা করেছেন। অনেকের মতে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছানোর জন্য কোহলির এরকম ব্যাটিং করা উচিত হয়নি।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!