- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২০, ২০২৩
স্পিনারদের কাজে লাগিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন? বাধ সেজেছে আইসিসি, বাইশ গজ নিয়ে নির্দেশ

কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের কাজে লাগিয়ে বাইশ গজের সুযোগ নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারত? রোহিত শর্মাদের পরিকল্পনা হয়তো বাস্তবায়িত হবে না। বাধ সেজেছে আইসিসি। আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য কী রকম উইকেট বানাতে হবে, তার নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে আইসিসি। স্পিন সহায়ক বাইশ গজ নয়, উইকেট থেকে জোরে বোলাররা যাতে সুবিধা পান, তার দিকে নজর দিতে বলা হয়েছে আইসিসি–র পক্ষ থেকে।
ভারতের অধিকাংশ মাঠের বাইশ গজ স্পিন সহায়ক। কয়েকটা মাঠ তো আবার স্পিনারদের স্বর্গরাজ্য। সব দলের সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বকাপের প্রতিটা ভেন্যুতে উইকেট সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। কোনও ভেন্যুতেই টার্নিং উইকেট তৈরি করা যাবে না। স্পোর্টিং উইকেট বানাতে হবে। স্পিনারদের পাশাপাশি যাতে জোরে বোলাররাও সাহায্য পান। এই ব্যাপারে কড়া নজর রাখবে আইসিসি।
অক্টোবর–নভেম্বর মাসে বিশ্বকাপ। সব মাঠেই কমবেশি শিশির পড়বে। মাঠে শিশির পড়লে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সেকথা মাথায় রেখে উইকেটে ঘাস রাখতে বলা হয়েছে। যাতে দলগুলি স্পিনারদের ওপর বেশি নির্ভরশীল না হয়। শুধু বাইশ গজ নিয়েই নয়, মাঠের বাউন্ডারি সীমানা নিয়েও নির্দেশিকা পাঠানো হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে বাউন্ডারি সীমানা সাধারণত ৬৫–৮৫ মিটারের মধ্যে রাখা হয়। আইসিসি–র পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে বাউন্ডারি সীমানা ৭০ মিটার করতে হবে।
আইসিসি–র এই নির্দেশিকায় স্পিনারদের কাজ বেশ কঠিনই হবে। স্পিনিক উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নেও যে ব্যাঘাত ঘটাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতের জোরে বোলিংও দারুণ শক্তিশালী।
❤ Support Us