Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৪, ২০২৪

২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে

২০২৫ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হয়ে গেল ফাইনালের ভেন্যু। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে তৃতীয় সংস্করণের ফাইনাল। আইসিসি–র পক্ষ থেকে সরকারিভাবে মঙ্গলবারই জানানো হয়েছে। মূলত ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই লর্ডসে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুটি ফাইনালও ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সংস্করণের ফাইনাল হয়েছিল নটিংহ্যামে। আর দ্বিতীয় সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভালে। এবার হবে লর্ডসে। জুনের ১১ তারিখ থেকে ফাইনাল শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। ১৬ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। আইসিসি–র আশা লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ টিকিটের চাহিদা হবে।
এর আগে ভারত দুবারই ফাইনাল খেলেছে। প্রথমবার হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। আর দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে। এবছরও ফাইনালে ওঠার অন্যতম দাবিদার ভারত। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৯টি টেস্ট খেলে ভারতের পয়েন্টের শতাংশের হার ৬৮.‌৫২। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের শতাংশের হার ৬২.‌৫০। খেলেছে ১২টি টেস্ট। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের হার ৫০ শতাংশ। খেলেছে ৬টি টেস্ট। পাকিস্তানকে ২–০ ব্যবধানে সিরিজ হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তাদের পয়েন্টের হার ৪৫.‌৮৪।
২৭টি সিরিজে ৬৯টি টেস্টের ফলাফলের ওপর নির্ভর করবে কোন দুটি দেশ ফাইনালে খেলবে। আগামী ৫ মাসে ভারত ১০টি টেস্ট খেলবে। তার ওপরই নির্ভর করবে ভারতের ভাগ্য। এই ১০টি টেস্টের মধ্যে রয়েছে ঘরের মাঠে বাংলাদেশর বিরুদ্ধে দুটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি। এরমধ্যে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওদের ঘরের মায়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!