- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৮, ২০২২
ভারত–পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে হাস্যকর টুইট আইসল্যান্ড ক্রিকেটের

শেষবার ভারত–পাকিস্তান অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। তারপর দুই দেশ আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। দুই দেশের সিরিজ পুনরুজ্জীবিত করার জন্য উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আর সেই উদ্যোগের কথা শুনে, আইসল্যান্ড ক্রিকেট হাস্যকর টুইট করেছে।
এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছে ইংল্যান্ড। সিরিজ চলাকালীন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে প্রস্তাব দিয়েছেন, তাঁরা ভারত–পাকিস্তান সিরিজ আয়োজন করতে আগ্রহী। এই খবরটা জানার পর থেকেই দুই দেশের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। এর মধ্যেই আইসল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে একটা হাস্যকর টুইট করা হয়েছে। ইংল্যান্ডের প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে।
আইসল্যান্ড ক্রিকেটের টুইটারে লেখা হয়েছে, ‘আমরা শুনেছি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারত–পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরাও আইসিসি–র কাছে সরকারিভাবে ঘোষণা করছি, আমরাও একই প্রস্তাব দিচ্ছি। জুন ও জুলাই মাসে আমরা ২৪ ঘন্টার কাছাকাছি দিনের আলো দিতে পারি। সেই ম্যাচগুলি কভার করে আরও ভাল টুইট করতে পারি। একইসঙ্গে স্নাইপার নিরাপত্তাও দিতে পারি।’
মজাদার টুইট করার ব্যাপারে আইসল্যান্ড ক্রিকেটের দারুণ সুনাম আছে। এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ নিয়ে একটা মজার টুইট করেছিল। সেই টুইটে একটা ট্রফির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিল,‘এই অ্যাশেজ সিরিজটা হবে আগ্নেয়গিরির মতো, যখন ভারত–পাকিস্তান এখানে খেলবে। এটি বর্তমানে আমাদের ইন্ডোর ক্লাব টুর্ণামেন্টের বিজয়ীদের দেওয়া হয়েছে। কিন্তু আমরা একটা নতুন মিকি মাউস ইভেন্ট আয়োজন করতে পারি, এই ট্রফিটা তাদের জন্য।’
❤ Support Us