- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৯, ২০২৪
জলমগ্ন স্বরূপনগরে শুরু হল ইছামতী সংস্কারের কাজ
সম্প্রতি অতি বৃষ্টি ও ইছামতীর জল ফুলে ফেঁপে ওঠায় জলমগ্ন হয় উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বাদুড়িয়া ও গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। এখনও বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি ইছামতী নদী মজে গিয়ে জল ধারন ক্ষমতা কমে যাওয়ার ফলেই দুই পাড়ের বাসিন্দাদের জল যন্ত্রণা সইতে হয় ফি বছর। অবিলম্বে ইছামতী নদী সংস্কারের দাবি তোলেন এলাকার বাসিন্দারা ।
জল যন্ত্রণা থেকে এলাকার বাসিন্দাদের মুক্তি দিতে মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে ইছামতীর বুকে জমে থাকা পলি কাটতে শুরু হল ড্রেজিংয়ের কাজ । স্বরূপনগর ব্লকের উপর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর নাব্যতা কমেছে | নদীর বুকে পলি জমে জল ধারণ ক্ষমতা কমে গেছে । সে কারনেই বেশী বৃষ্টি হলেই মজে যাওয়া ইছামতীর জল ফুলে ফেঁপে ওঠে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টিতে বর্ষার জল গ্রামে ঢুকে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়। জল ঢুকে পড়ে গৃহস্থের বাড়িতে। বানভাসী হতে হয় স্বরূপনগর, বাদুড়িয়া ও গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের । স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এলাকায় জমে থাকা জল সরাতে শুরু হয়েছে ইছামতী নদীর সংস্কারের কাজ । মঙ্গলবার সকালে তেঁতুলিয়া থেকে ইছামতী সংস্কারের কাজ শুরু হয় । এদিন কাজ শুরুর মুহুর্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, মহকুমা শাসক আশীষ কুমার, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসূয়া মন্ডল গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী প্রমুখ। নদীসংস্কার প্রসঙ্গে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস বলেন, পুজোর সময়, গাইঘাটা ও স্বরূপনগর ব্লকের হাজার হাজার মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন । বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয় ব্লক প্রশাসনের তরফ থেকে । সেচ দপ্তরের অনুমতিতেই আজ সকাল থেকে রাজ্য সরকারের উদ্যোগে যাতে শীঘ্রই এলাকার জমা জল সরানো যায় তার জন্য ইছামতী সংস্কারের কাজ শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী এলাকার বন্যা দুর্গত মানুষের দুর্দশার কথা ভেবে তাড়াতাড়ি জল সরানোর জন্য ইছামতী সংস্কারের নির্দেশ দিয়েছেন।
❤ Support Us