- বি। দে । শ
- মে ২৫, ২০২৪
যুদ্ধ নিয়ে ইসরাইলকে কড়া নির্দেশ আন্তর্জাতিক আদালতের

গণহত্যার দায়ে ‘অভিযুক্ত’ করে জাতিসঙ্ঘের শীর্ষ আদালতের বিচারকেরা ইসরায়েলকে শুক্রবার দক্ষিণ গাজার শহর রাফাতে তার সামরিক হামলা বন্ধ করার জন্য নির্দেশ করেছে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দায়ের করা একটি মামলার যুগান্তকারী রায় ছিল এটি। গাজায় সামরিক অভিযান বন্ধের আবেদনের ওপর জাতিসংঘের শীর্ষ আদালতের প্রেসিডেন্ট রায়টি পড়ে শোনান।যুগান্তকারী রায়ে আন্তর্জাতিক আদালত ইসরাইলকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে, পাশাপাশি রাফার ওপরে কোনও পদক্ষেপ গ্রহণেও বিধিনিষেধ আরোপ করেছে।তারা জানিয়েছে ইসরাইলকে এই পদক্ষেপ রায় ঘোষণার এক মাসের মধ্যেই নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে এই রায়ের ফলে সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের জন্য ইসরাইলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে।চলতি বছরের জানুয়ারিতে, আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার ঘটনা বন্ধ করার নির্দেশ দেয়। দক্ষিণ আফ্রিকা এই রায়কে স্বাগত জানিয়েছে এবং জাতিসংঘের সদস্য দেশগুলোকে তা সমর্থন করার আহ্বান জানিয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে, তিনি রায় নিয়ে আলোচনার জন্য বরিষ্ঠ মন্ত্রীদের সাথে পরামর্শ করবেন। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্স মাধ্যমে জানিয়েছেন,’ যারা আজ হামাস দায়েশের নাৎসিদের পাশে দাঁড়িয়েছে,ইতিহাস তাদের বিচার করবে ।’
আন্তর্জাতিক আদালতের নির্দেশ অগ্রাহ্য করে ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে নেতানিয়াহুর দেশ। রায়ের পরেও তারা আবার হামলা চালিয়েছে। সাতমাসের বেশি সময় ধরে গাজায় হত্যাকান্ড চালিয়েছে ইসরাইল।হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার সম্পত্তি নষ্ট করেছে তারা। গাজায় ত্রাণ সরবরাহ কমেছে। পৌঁছোনোর আগেই সেই ত্রাণ বাজেয়াপ্ত করছে তারা। এমত অবস্থায় আন্তর্জাতিক আদালতের রায়দান এবং সেই রায়কে অগ্রাহ্য করার মাশুল কতখানি গুনবে এই ইহুদি রাষ্ট্র, সে কথা বলবে সময়।
❤ Support Us