- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৮, ২০২৪
ছত্তিসগড়ে মাওবাদী আতঙ্ক, নকশালদের আইইডি ফাঁদে মৃত দুই নিরাপত্তারক্ষী

নক্সালদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহীদ হলেন দুই নিরাপত্তা রক্ষী । ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিজাপুর জেলায়। এছাড়া চারজন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন বস্তার পুলিশের আধিকারিকেরা।
বৃহস্পতিবার তাঁরা জানিয়েছেন, বিজাপুর, দান্তেওয়াড়া ও সুকমার মধ্যবর্তী সীমান্ত এলাকায় দরভা ডিভিশন, পশ্চিম বস্তার ডিভিশন এবং ২নং সামরিক কোম্পানির নকশাল উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়ে ১৬ জুলাই, ২০২৪-এ উল্লিখিত জেলাগুলি থেকে এসটিএফ, ডিআরজি, সিআরপিএফ-এর কোবরা বাহিনীর সম্মিলিত একটি দল একটি যৌথ অভিযানে যায়। বিজাপুরের তাররেম এলাকায় পৌঁছোতে বিকট বিস্ফোরণ ঘটে। কোনও কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তারক্ষীরা দেখেন তাঁদের দলের দুজন রক্ষী শহীদ হয়েছেন।
নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন কনস্টেবল ভরত সাহু, এবং অন্যজন অন্যজন কনস্টেবল সত্যের সিং কাঙ্গে। ভরত রায়পুর ও সত্যের সিং নারায়ণপুরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত পুলিশ ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে । আহত জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার, একটি অভিযানে, নিরাপত্তা বাহিনী মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তের ওয়ান্ডোলি গ্রামে হানা দেয়, যার ফলে ১২ জন নকশাল নিহত হয় এবং প্রচুর অস্ত্র উদ্ধার হয়।এলাকায় তল্লাশির সময়, নিরাপত্তা বাহিনী ওই নিহত নকশালদের মৃতদেহ উদ্ধার করেছে, যার মধ্যে ডিভিসিএম লক্ষ্মণ আত্রম রয়েছে।
অপারেশনে সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রসহ তিনটি একে ৪৭ , দুটি ইনসাস, একটি কারবাইন এবং একটি স্ব-লোডিং রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
❤ Support Us