- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৬, ২০২৩
মণিপুরে অসম রাইফেলসের টহলদারি গাড়ির উপর আইইডি বিস্ফোরণ। প্রাণে বাঁচলেন ১০ নিরাপত্তা কর্মী
বৃহস্পতিবার মণিপুরের টেংনুপাল জেলায় অসম রাইফেলসের একটি টহলদারি গাড়ির উপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি হামলা হয়। তবে গাড়িটিতে হামলা হলেও গাড়িতে থাকা ১০ জন অসম রাইফেলস কর্মীর মধ্যে কেউই এই বিস্ফোরণে আহত হননি।
এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সকাল ৮টা ১৫ মিনিট মাগাদ, টেংনুপাল জেলার সাইবোলের সাধারণ এলাকায়, এই এলাকায় মিশ্র সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। অসম রাইফেলসের এক আধিকারিক জানিয়েছেন, “অজ্ঞাতপরিচয় বিদ্রোহী”-রা এই হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার সকালে ২০ জন অসম রাইফেলসের একটি সেনা কোম্পানি ব্যাটালিয়ন সাইবোল এলাকায় টহল দিচ্ছিল, তখনই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সকাল ৮ টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাত বিদ্রোহীদের একটি দল মাইন সুরক্ষিত অসম রাইফেলসের টহলদারি গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায়, ঘটনাস্থলে গুলিও চলেছে। অসম রাইফেলসের কর্মীরা এই আক্রমণের পাল্টা জবাব দেয় বলে অসম রাইফেলস সূত্রে জানান হয়েছে।
গত ৩ মে, মণিপুরে প্রথম হিংসার ঘটনা শুরু হয়। তার পর থেকে এই সময়ের মধ্যে গত ছয় মাসে নিরাপত্তা কর্মীদের উপর এজাতীয় হামলা হল। এই ঘটনার পর মণিপুরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও সেনা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। মণিপুরে গত ৩ মে সহিংসতার ঘটনার পর থেকে সেই রাজ্যে হিংসা নিয়ন্ত্রণে ২৩টি অসম রাইফেলস ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
❤ Support Us