Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২৪, ২০২২

টুইটারে কঠোর বরুণ, ‘অগ্নিবীররা পেনশন না পেলে আমিও নেব না’।

আরম্ভ ওয়েব ডেস্ক
টুইটারে কঠোর বরুণ, ‘অগ্নিবীররা পেনশন না পেলে আমিও নেব না’।

মোদি সরকারের বিরুদ্ধে কেন জানি প্রায়ই আক্রমনাত্মক হতে দেখা যায় নেহেরু পরিবারের সন্তান বরুণ গান্ধিকে। বিজেপির সাংসদ আর সঞ্জয় ও মেনকার সন্তান। ‘অগ্নিপথ’ নিয়েও সরব হয়েছেন তিনি। সরকারকে কটাক্ষ করে বলেছেন, অগ্নিবীরদের পেনশন চালু করতেই হবে। না হলে আমিও আমার পেনশন ছেড়ে দেব ।

শুক্রবার টুইটারে বরুণ লিখেছেন, স্বল্পমেয়াদি সেবাকাজে নিযুক্ত অগ্নিবীররা যদি পেনশনের যোগ্য না হন, তাহলে জনপ্রতিনিধিদের এই ‘সুবিধা’ দেওয়া হবে কেন? রাষ্ট্রের রক্ষাকারীদের পেনশনের অধিকার না দিলে আমিও আমার পেনশন ছেড়ে দিতে প্রস্তুত। ‘

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!