Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৫, ২০২৩

“এক দেশ এক নির্বাচন”, ইস্যুতে নরেন্দ্র মোদির পক্ষে সওয়াল প্রশান্ত কিশোরের

আরম্ভ ওয়েব ডেস্ক
“এক দেশ এক নির্বাচন”,  ইস্যুতে নরেন্দ্র মোদির পক্ষে সওয়াল প্রশান্ত কিশোরের

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনা নিয়ে দেশ এখন উত্তাল। কংগ্রেস-সহ প্রায় সমস্ত বিরোধী দলগুলি ইতিমধ্যে কেন্দ্রের এই নীতির তীব্র বিরোধিতা করেছে। যদিও জল্পনা উসকে শর্তসাপেক্ষে মোদি সরকারের এই পরিকল্পনাকে সমর্থন করলেন ভোট কৌশলী তথা এক সময়ে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের কথায়, “যদি ইতিবাচক মনোভাবের সঙ্গে দেশের স্বার্থে এই কাজ করা হয় তাহলে আমি এই নীতির পক্ষে।”

এই প্রসঙ্গে প্রশান্ত কিশোরের বক্তব্য, দেশে একটিমাত্র নির্বাচন হলে সাধারণ মানুষের ওপর থেকে নির্বাচনী খরচের বোঝা অনেকটাই কমানো যাবে। পিকে বলেন, “যদি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে এক দেশ, এক নির্বাচন করা হয়, চার থেকে পাঁচ বছরের একটি ট্রানজিশন পর্বে, তবে দেশের কাজে আসবে।” ভোট কৌশলী আরও বলেন, “ভারতের মতো দেশে ২৫ শতাংশ নাগরিক প্রতি বছর ভোট দেন। বছরের অনেকটা সময় সরকার ভোট নিয়েই ব্যস্ত থাকে। এটা কমে গেলে ভালই হবে। রাজকোষের খরচ কমবে, মানুষ একবারই সিদ্ধান্ত নেবে।” তবে এই সিদ্ধান্ত চটজলদি নেওয়া যায় না বলেও দাবি করেছেন ভোট কৌশলী।

কেন্দ্রের ‘এক দেশ এক নির্বাচন’ পরিকল্পনায় প্রশান্তের সমর্থন তখন প্রকাশ্যে এসেছে যখন রাহুল গান্ধি এক দেশ, এক নির্বাচন-এর তীব্র বিরোধিতার করলেন। এই প্রসঙ্গে রাহুল বলছেন, ”ইন্ডিয়া অর্থাৎ ভারত আসলে রাজ্যের সমাহার। আর এক দেশ এক নির্বাচনের এই ধারণা সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত।” রাহুল একা নন, কংগ্রেস সার্বিকভাবেই এক দেশ এক নির্বাচনের ধারণার বিরোধিতা করেছে। যার সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্র যে ৮ সদস্যের কমিটি গড়েছে, সেটা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কংগ্রেসের একমাত্র প্রতিনিধি অধীর রঞ্জন চৌধুরী নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। রাজ্যসভার দলনেতা হওয়া সত্ত্বেও কেন মল্লিকার্জুন খাড়গেকে ওই কমিটিতে রাখা হল না? সেই প্রশ্নও তুলেছে হাত শিবির।

এদিকে “এক দেশ, এক নির্বাচন বিজেপি-র নতুন কোনও কর্মসূচি নয়। ২০১৪-র লোকসভা নির্বাচনের রাজনৈতিক ইশতেহারে বিজেপি “এক দেশ, এক নির্বাচন”-এর প্রতিশ্রুতি দিয়েছিল। তার পরেও নরেন্দ্র মোদি বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে “এক দেশ ,এক নির্বাচনের বিষয়ে তাঁর সমর্থনের পক্ষে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, একবারে নির্বাচন হয়ে গেলে অকারণে সারা বছরের কোনও না কোনও সময় নির্বাচন হয় না আর এর ফলে উন্নয়নের কাজ থমকে যায় না। সারা বছর কোনও না কোনও জায়গায় নির্বাচন হলে উন্নয়নের পরিকল্পনা সঠিক ভাবে করা যায় না। এবার নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল প্রশান্ত কিশোর-এর গলায়।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!