Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৭, ২০২৩

শোয়েবের প্রশংসা: মাঠে খেলোয়াড়ি আগ্রাসন বাজয় রাখলে বিশ্ব ক্রিকেটে সাফল্য পাবে বাঙালি আর পাঠানরা

আরম্ভ ওয়েব ডেস্ক
শোয়েবের প্রশংসা: মাঠে খেলোয়াড়ি আগ্রাসন বাজয় রাখলে বিশ্ব ক্রিকেটে সাফল্য পাবে বাঙালি আর পাঠানরা

১১ বছর আগে প্রথম পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে ১১ বছরের লড়াইয়ের ইতিহাসে গত শুক্রবার প্রথম জয় তুলে নিয়েছে আফগানরা।এরপর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো তারা। আফগান ক্রিকেটারদের এই কৃতিত্বে খুশি পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। তিনি আফগানিস্তান দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পাঠান আর বাঙালিরা যদি তাদের চরমপন্থাকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারে, তাহলে বিশ্বের সেরা দল হয়ে উঠবে।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘‌পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের জয়ে আমি খুব খুশি। পাঠান এবং বাঙালিরা (‌বাংলাদেশ)‌  তাদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তারা বিশ্বের সেরা দলে পরিণত হবে। কারণ দুই দলই খেলার মাঠে আগ্রাসন দেখাতে পারে।  যদি সেই চরমপন্থী মানসিকতাকে পরিপক্কতার সাথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে তারা বিশ্বের সেরা দল হয়ে উঠবে। আমি খুব খুশি যে আমাদের পাঠান ভাইরা জিতেছে।’‌

আফগানিস্তানকে দুরন্ত দল হিসেবেও অভিহিত করেছেন শোয়েব আখতার। এবং আসন্ন বিশ্বকাপে সেরা দল হিসেবে গণ্য করা হবে বলে মনে করছেন তিনি। আফগানিস্তান সম্পর্কে শোয়েব আখতার বলেন, ‘‌আফগানিস্তান একটা শক্তিশালী দল। বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী স্পিনাররা অসাধারণ। ওদের সব স্পিনারই রহস্যময়। ভারতে অনুষ্ঠিত আসন্ন একদিনের বিশ্বকাপে আফগানিস্তান অন্যতম সেরা দল হতে চলেছে। শোয়েব আখতার আরও বলেন, ‘‌আফগানিস্তান প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে। আমি খুবই খুশি আফগানরা পরিপক্কতার সঙ্গে ভাল ক্রিকেট খেলেছে। আফগানিস্তানের সব সময় ভাল খবর দরকার। আমি আফগানিস্তানের বন্ধুদের কাছ থেকে অনেক ফোন পাই। আমি কাবুল যেতে চাই।’‌
পাকিস্তানের অধিনায়ক শাদাব খানকেও পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। তিনি শাদাব খানের উদ্দেশ্যে বলেছেন, ‘‌শাদাব হাল ছেড়ো না। দারুণভাবে প্রত্যাবর্তন কর। আফগানিস্তানকে দেখিয়ে দাও, তোমরাও দুর্দান্ত লড়াই করতে পারো।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!