- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৮, ২০২৪
উদ্যোগী আইএফএ, কালনায় সি-লাইসেন্স কোচিং প্রশিক্ষণ

কালনায় শুরু হল সি-লাইসেন্সের জন্য কোচেদের প্রশিক্ষণ শিবির। উদ্যোগ আইএফএ-র। শিবিরটি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আইএফএ-র অনুমোদনপ্রাপ্ত কালনার এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রাক্তন ফুটবলার তরুণ দে-সহ ৩ জন কোচের তত্ত্বাবধানে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশীল মিশ্র। প্রশিক্ষণ শিবিরে আইএফএ থেকে ইনস্ট্রাকটর, ফিজিয়ো-সহ ৪ জনের একটি দল পাঠানো হয়েছে। শিবিরে বিভিন্ন দিনে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন ও লালকমল ভৌমিক হাজির থাকবেন। সুশীলবাবু বললেন, ‘আইএফএ-র স্বীকৃতি মেলার পর এই সংস্থার প্রথম কাজ রাজ্যজুড়ে ফুটবল প্রতিভা খুঁজে এনে সেই প্রতিভায় শান দিয়ে রাজ্য ও জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি।’
লক্ষ্য সম্পর্কে যা জানা গেল, তিনটি বয়ঃসীমা অনূর্ধ্ব ১৩, ১৫ ও ১৭-র ভিত্তিতে মোট ৬০ জন ফুটবল প্রতিভা তুলে আনা হবে।
এই ৬০ জনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১৫ জন থাকবে। উল্লেখ্য যে, কালনার এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন গ্রামগঞ্জের ফুটবল, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিভা সন্ধানের জন্য পরিকাঠামো তৈরি করেছে। এর ফলে গ্রাম ও মফসসল এলাকার বহু ক্রীড়া-প্রতিভা উপকৃত হচ্ছে।
❤ Support Us