Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১১, ২০২৩

আগামী জানুয়ারিতেই নতুন মোড়কে আইএফএ শিল্ড। জৌলুস ফেরাতে প্রস্তুতি শুরু ভারতীয় ফুটবল কর্তার

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী জানুয়ারিতেই নতুন মোড়কে আইএফএ শিল্ড। জৌলুস ফেরাতে প্রস্তুতি শুরু ভারতীয় ফুটবল কর্তার

জৌলুস হারিয়েছে শতাব্দীপ্রাচীন ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা আইএফএ শিল্ড। এই প্রতিযোগিতার জৌলুস ফিরিয়ে আনতে তৎপর আইএফএ সচিব অনির্বান দত্ত। সামনের বছর দেশের দুই বাংলার ক্লাবগুলিকে নিয়ে আয়োজন করতে চলেছেন আইএফএ শিল্ড। বাংলাদেশে গিয়ে ওপার বাংলার অন্যতম দুই সেরা ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা মহমেডানের শিল্ড খেলা নিশ্চিত করেছেন। দুই ক্লাবই শিল্ড খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে।

গত শনিবার ঢাকা গিয়েছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। ঢাকায় পৌঁছেই সেদিন দুপুরে বসুন্ধরা কিংস ও ঢাকা মহমেডান কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দুই ক্লাব কর্তাদেরই শিল্ড খেলার ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়। রবিবারও বসুন্ধরার কিংসের সভাপতি ইমরুল হাসান এবং ঢাকা মহমেডানের ডিরেক্টর আবু হাসান চৌধুরির সঙ্গে বৈঠক করেন আইএফএ সচিব। তাঁর প্রস্তাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে শিল্ডে অংশ নেওয়ার সম্মতি জানিয়ে দিয়েছেন বসুন্ধরা ও ঢাকা মহমেডান কর্তারা।

সামনের বছর জানুয়ারি মাসে জাঁকজমকভাবে শিল্ড আয়োজন করতে মরিয়া আইএফএ। বসুন্ধরা কিংস, ঢাকা মহমেডান ছাড়াও বাংলাদেশের আরও একটি দলকে শিল্ডে খেলানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে শেখ জামাল ধানমুন্ডি ক্লাব শিল্ড খেলে গেছে। কিছু দিন আগে বাংলাদেশ আর্মি ডুরান্ড কাপ খেলে গেছে। এবার আইএফএ চাইছে দুই বাংলার ক্লাবকে নিয়ে শিল্ড আয়োজন করতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!