Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৪

টানা ৩ বার জিতে সেলেস, হেনিনের কৃতিত্ব স্পর্শ। ফ্রেঞ্চ ওপেনের রানী ইগা শিয়নতেক

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা ৩ বার জিতে সেলেস, হেনিনের কৃতিত্ব স্পর্শ। ফ্রেঞ্চ ওপেনের রানী ইগা শিয়নতেক

কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই এলিনা রাইবাকিনা, সেমিফাইনালে মিররা আন্দ্রেভাকে হারিয়ে চমক দিয়ে ফাইনালে উঠে এসেছিলেন। কিন্তু ফাইনালে শেষরক্ষা করতে পারলেন না ইতালির জেসমিন পাওলিনি। জীবনের প্রথম গ্র‌্যান্ডস্লাম ওপেনের ফাইনালে উঠে খেতাব জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গেল। পাওলিনিকে একপেশে ফাইনালে  ৬–২, ৬–১ ব্যবধানে উড়িয়ে টানা তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের একনম্বর তারকা ইগা শিয়নতেক। একই সঙ্গে স্পর্শ করলেন মনিকা সেলেস ও জাস্টিন হেনিনের কৃতিত্ব।

ফাইনালে শীর্ষ বাছাই ইগা শিয়নতেকের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি দ্বাদশ বাছাই জেসমিন পাওলিনি। প্রথম সেটে তৃতীয় গেমে শিয়নতেকের সার্ভিস ভেঙে ২–১ ব্যবধানে এগিয়ে যান পাওলিনি। পরের গেমেই পাওলিনির সার্ভিস ভেঙে সমতা ফেরান শিয়নতেক। এরপর পরপর ২ বার পাওলিনির সার্ভিস ভেঙে ৬–২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন।

দ্বিতীয় গেমেই আধিপত্য বজায় রাখেন শিয়নতেক। শুরু থেকেই দাপট দেখিয়ে পাওলিনির একের পর এক সার্ভিস ভেঙে এগিয়ে যান। ইতালির এই মহিলা টেনিস তারকা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৬–১ ব্যবধানে জিতে ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতে নেন শিয়নতেক। স্পর্শ করেন মনিকা সেলেস ও জাস্টিন হেনিনের টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জেতার কৃতিত্ব। এই নিয়ে চারবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন শিয়নতেক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!