Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৪, ২০২৩

‌ত্রিদেশীয় প্রতিযোগিতার জন্য ২৩ জনের দল ভারতীয় দল বেছে নিলেন ইগর স্টিম্যাক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ত্রিদেশীয় প্রতিযোগিতার জন্য ২৩ জনের দল ভারতীয় দল বেছে নিলেন ইগর স্টিম্যাক

চিত্র সৌজন্য এআইএফএফ

মণিপুরের খুমান লাম্পপার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ভারত ছাড়াও খেলবে মায়ানমার এবং কিরগিজস্থান। ২২ মার্চ প্রতিযোগিতা শুরু, চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতার জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন সিনিয়র জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাক।

২৩ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন গোলকিপার:‌ গুরপ্রীত সিং সান্ধু, পূর্বা লাছেনপা তেম্পা, অমরিন্দর সিং। ডিফেন্ডার:‌ সন্দেশ ঝিঙ্গান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা, রাহুল বেকে, মেহতাব সিং। মিডফিল্ডার:‌ সুরেশ ওয়াঙ্গিয়াম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জ্যাকসন সিং, লাললিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, গ্লেন মার্টিনস।  ফরোয়ার্ড:‌ সুনীল ছেত্রী, শিবাশক্তি নারায়নন।

যে ১১ জন ফুটবলার রিজার্ভ তালিকায় রয়েছেন, তাঁরা হলেন, বিশাল কাইথ, প্রভসুখন গিল, শুভাশিস বোস, প্রীতম কোটাল, আশিস রা,  নরেন্দ্র গেহলট, লিস্টন কোলাসো,  নিখিল পূজারি, সাহাল আব্দুল সামাদ, নওরেম মমেশ সিং এবং ইশান পাণ্ডিতা। যদি প্রয়োজন হয় তাহলে এদের মধ্যে থেকে কোনও ফুটবলারকে ডেকে নেওয়া হবে। আইএসএল ফাইনালের পর ২৩ জনের মধ্যে থেকে চূড়ান্ত দল বাছা হবে।
প্রতিযোগিতা শুরুর আগে ১৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে কলকাতায় পাঁচ দিনের প্রস্তুতি শিবির শুরু হবে। বেঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগানের ফুটবলারদের ছাড়াই শিবির শুরু হবে। এই দুই দলের ফুটবলাররা আইএসএল ফাইনাল খেলে ১৯ মার্চ দলের সঙ্গে যোগ দেবেন।


  • Tags:

Read by: 73 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!