Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৩, ২০২৩

এশিয়ান কাপ ফুটবলের জন্য ভারতের ৫০ জনের প্রাথমিক দলে ইস্টবেঙ্গল–মোহনবাগানের ১৩ জন

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান কাপ ফুটবলের জন্য ভারতের ৫০ জনের প্রাথমিক দলে ইস্টবেঙ্গল–মোহনবাগানের ১৩ জন

আগামী বছর এএফসি এশিয়ান কাপে খেলবে ভারত। এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ৫০ জনের প্রাথমিক দল বেছে নিয়েছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাক। দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন ১৩ জন ফুটবলার। চোটের জন্য শিবিরে ডাকা হয়নি আনোয়ার আলিকে।
কাতারের দোহায় অনুষ্ঠিত হবে গ্রুপ লিগের ম্যাচ। ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। এই প্রতিযোগিতার জন্য ৫০ জন ফুটবলারকে নিয়ে ৩০ ডিসেম্বর থেকে কাতারের দোহাতেই প্রস্তুতি শিবির করবে ভারত। এক সপ্তাহের প্রস্তুতি শিবির শেষে ২৫ জন ফুটবলারকে বেছে নেবেন ইগর স্টিম্যাক। বাকিদের দেশে ফেরত পাঠানো হবে। কারণ ৯ জানুয়ারি থেকে সুপার কাপ শুরু। চূড়ান্ত দলে সুযোগ না পাওয়া ফুটবলাররা দেশ ফিরে সুপার কাপে খেলবেন।
এশিয়ান কাপের জন্য দু’‌সপ্তাহের প্রস্তুতির সুযোগ পাবেন ফুটবলাররা। ১৩ জানুয়ারি ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তানের। ভারত গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে। ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক অবশ্য এশিয়ান কাপে খুব বেশি ভাল ফলের আশা করছেন না। কারণ গ্রুপের সব দলই খুবই শক্তিশালী।
৫০ জনের প্রাথমিক দলে মোহনবাগান থেকে ডাক পেয়েছেন ১০ জন ফুটবলার। এরা হলেন গোলকিপার বিশাল কাইথ, শুভাশিস বসু, আশিস রাই, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্লেন, লিস্টন কোলাসো, দীপক টাংরি, মনবীর সিং ও কিয়ান নাসিরি। ইস্টবেঙ্গল থেকে ডাক পেয়েছেন লালচুংনুঙ্গা, নওরেম মহেশ সিং ও নন্দকুমার।
শিবিরে ডাক পাওয়া ফুটবলাররা হলেন:‌ গোলকিপার:‌ গুরপ্রীত সিং, অমরিন্দার সিং, বিশাল কাইথ, ধীরাজ সিং, গুরমীত সিং।
ডিফেন্ডার:‌ রোশন সিং, বিকাশ ইয়ুম্নাম, লালচুংনুঙ্গা, সন্দেশ ঝিঙ্ঘান, নিখিল পুজারি, চিঙ্গলেসানা সিং, প্রীতম কোটাল, হরমিপাম রুইভা, শুভাশিস বসু, আশিস রাই, আকাশ সিং, মেহতাব সিং, রাহুল বেকে, নরেন্দ্র গোহলট, অময় রানাওয়াডে।
মিডফিল্ডার:‌ সুরেশ সিং, রোহিত কুমার, ব্রেন্ডন ফার্নান্ডেজ, উদান্তা সিং, ইয়াসির মহম্মদ, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাংরি, আপুইয়া, বিনীত রাই, নিনথোই মিতাই, নওরেম মহেশ সিং।
ফরোয়ার্ড:‌ সুনীল ছেত্রি, রহিম আলি, ফারুক চৌধুরি, নন্দকুমার, শিবশক্তি, রাহুল কেপি, ইশান পান্ডিতা, মনবীর সিং, কিয়ান নাসিরি, লাললিনজুয়ালা ছাংতে, গুরকিরাত সিং, বিক্রমপ্রতাপ সিং, বিপিন সিং, পার্থিব গোগোই, জেরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!