Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৮, ২০২৪

‌সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন

কলকাতা আর জি কর হাসপাতাল ও মেডিকেল কলেজ কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দেশের শীর্ষ মেডিকেল বডির পক্ষ থেকে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইএমএ–র পক্ষ থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করেছে ডাঃ সন্দীপ ঘোষকে।

আইএমএ হেডকোয়ার্টার্স ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে আজ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। আইএমএ–র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌পরিস্থিতি মোকাবিলায় আপনার বিরুদ্ধে মৃত চিকিৎসকের বাবা–মা অভিযোগ তুলে ধরেছেন। একই সঙ্গে আপনার বিরুদ্ধে সহানুভূতি এবং সংবেদনশীলতার অভাব দেখা গেছে। আপনি পেশাটিকে অসম্মানিত করেছিলেন। শৃঙ্খলা কমিটি আপনাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’‌

আগেই সন্দীপ ঘোষের আইএমএ–র সদস্যপদ প্রত্যাহার করার দাবি জানিয়েছিল এফএআইএমএ। সন্দীপ ঘোষ আইএমএ–র কলকাতা চ্যাপ্টারের সদস্য। সংগঠনের মর্যাদা অক্ষুন্ন রাখতেই সাসপেন্ড করার দাবি জানিয়েছিল এফএআইএমএ। আইএমএ–র প্রেসিডেন্ট নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেই স্বতঃপ্রনোদিত হয়ে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডাঃ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে দুর্নীতিরও তদন্ত শুরু করেছে সিবিআই। নিয়মিত জেরা চলছে। মহিলা চিকিৎসক খুনের ঘটনা নিয়ে পলিগ্রাফ টেস্টও চলছে। মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেলে পুলিশে অভিযোগ দায়ের করতে ব্যর্থ হওয়াসহ এই বিষয়ে অবহেলার অভিযোগ আনা হয়েছে৷ সরাসরি চিকিৎসক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না উঠলেও অ–জামিনযোগ্য দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!