- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১০, ২০২৪
৫ দফা দাবি না মিটলে কর্মবিরতি প্রত্যাহার নয়, আজ আবার স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের
সোমবার আর জি কর কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ নিয়েছে। ডেডলাইন বেঁধে দিয়েছে, আজ বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের। না হলে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। জুনিয়র চিকিৎসকরা অবশ্য নিজেদের সিদ্ধান্তে অনড়। যে ৫ দফা দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছেন, রাজ্য সরকার তা পূরণ করলে কর্মবিরতি তোলার বিষয়টা বিবেচনা করে দেখবেন।
সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর রাতেই জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তাঁরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছেন, তা পূরণ করতে হবে রাজ্য সরকারকে। তবেই কর্মবিরতি তোলার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। অর্থাৎ, দাবি মানা হলেও কর্মবিরতি তোলার ব্যাপারে নিশ্চয়তা দেননি জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি আজ বুধবার, দাবি–দাওয়া নিয়ে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করার দাবিও জানাবেন। গোটা ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন আন্দোলনরত চিকিৎসকরা।
হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগে অভিযোগ ওঠা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভীক দে–কে সাসপেন্ড করা হলেও যথাযথ কারণ দেখানো হয়নি। সন্দীপ ঘোষকে শুধুমাত্র শোকজ করা হয়েছে। জুনিয়র চিকিৎসকরদের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত পদক্ষেপ নেওয়া হোক। যথাযথ কারণ দেখিয়ে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করারও দাবি তুলেছেন তাঁরা। এছাড়া নতুন করে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ চেয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তার তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘সোমবার মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার যে বার্তা দিয়েছেন, সেই বক্তব্যের নিন্দা করা হচ্ছে। তরুণী চিকিৎসকের বিচারহীন শবের উপরে দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া ন্যক্কারজনক এবং নির্লজ্জতার পরিচয়।’
এদিকে, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন আইএমএ–র রাজ্য শাখা। সোমবার গভীর রাতে সংগঠনের তরফে লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পাশে থাকবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। বিবৃতিতে আরও জানিয়েছেস, কর্মবিরতির জেরে হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর যে তথ্য সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে, তা ভুল। চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটতে দেননি।
❤ Support Us