Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২২, ২০২৪

আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আসছে ‘‌ফেনজল’‌

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আসছে ‘‌ফেনজল’‌

‘‌দানা’‌র রেশ কাটতে না কাটতেই আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবার দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। । এরপর পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। মূলত তামিলনাড়ু উপকূল ও শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণাবর্তের প্রভাবে আশপাশের এলাকায় যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেই নিম্নচাপই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ফেনজল’। এই নামকরণ করেছে সৌদি আরব। আগের ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘‌দানা’‌। সেটা কাতারের দেওয়া। ‘‌ফেনজল’‌ আছড়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে এই ঘূর্ণিঝড় বাংলা–ওড়িশা উপকূলে কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন তাঁরা। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় তৈরি হলেও আন্দামান থেকে ২০০০ কিমি দূরে থাকা এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটি দক্ষিণ ভারতের উপকূলের দিকেই সরে যেতে পারে।
শনি কিংবা রবিবার ভারতীয় উপকূলে আছড়ে পড়তে পারে ‘‌ফেনজল’‌। দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রভাব পড়বে। এই দুই রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রভাব ফেলতে পারে শ্রীলঙ্কার উত্তর উপকূলেও। ‘‌ফেলজল’‌–এর প্রভাবে আগামী সপ্তাহে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
২৪ নভেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আর ২৫ থেকে ২৭ নভেম্বর অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর দক্ষিণাংশে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পন্ডিচেরি, কেরলে। অন্ধ্রপ্রদেশ উপকূলেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!