- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১৯, ২০২৪
ধেয়ে আসছে স্লাইকোন ‘দানা’, দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

কালীপুজোর আগেই আবার বড় দুর্যোগের আশঙ্কা৷ ধেয়ে আসছে সাইক্লোন ‘দানা’। ঘূর্ণিঝড়ে তছনছ হতে পারে দক্ষিণবঙ্গ। তেমন সম্ভাবনাই ক্রমশ জোরালো হয়ে উঠছে। আবার নতুন করে ভাসতে পারে দামোদর উপত্যকার এলাকাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রবিবার, আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্ত দিয়ে স্থলভাগে প্রবেশ করে বাংলাদেশের দিকে বাঁক নিতে পারে। বাংলাদেশে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কয়েকটা আবহাওয়া সূত্র দাবি করেছে, ঘূর্ণিঝড়টি সরাসরি পূর্ব মেদিনীপুর উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের গতিপথ ও ক্ষমতা নিয়ে আবহাওয়াবিদরা এখনও স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। তবে আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে। তাঁদের অনুমান ঠিক হয়, তাহলে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিসহ দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের মালভূমিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাসহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে বৃষ্টির হতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
❤ Support Us