- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৪, ২০২৩
ইমরানকে গ্রেফতার। বাড়িতে পুলিশ, সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার সক্রিয়তা নিয়ে উত্তপ্ত পাকিস্তান রাজনৈতিক ময়দান। মঙ্গলবার বিকেলে ইমরানকে গ্রেপ্তার করার জন্য তাঁর লাহোরের বাড়ি ঘিরে ফেলেছ বিশাল পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বাড়ির চারপাশের সব রাস্তা। দলের চেয়ারম্যানের গ্রেপ্তারি আটকাতে ইমরানের বাড়ি ঘিরে রেখেছেন সমর্থকরা। ইমরান খানের বাড়ির সামনে অবস্থানে বসা তেহরিক–ই– ইনসাফ পার্টির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে।
সম্প্রতি তোশাখানা মামলা এবং এক মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদের দায়রা জজ আদালত। কিন্তু তোশাখানা মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও তা স্থগিত করে আদালত। কিন্তু মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে করা মামলায় হাজির না হওয়ায়া ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ২৯ মার্চের মধ্যে ইমরানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ পাওয়ার পর ইসলামাবাদ পুলিশ লাহোরে যায় ইমরান খানকে গ্রেফতার করার জন্য। কিন্তু খালি হাতে ফিরে আসতে হয়েছিল পুলিশকে। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে আদালত।
এরপর মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগের করা মামলায় গ্রেপ্তারের জন্য আজ বিকেলে ইমরান খানের লাহোরের বাসভবন ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। আশঙ্কা করা হচ্ছিল যে, আজই গ্রেপ্তার হতে পারেন তেহরিক–ই– ইনসাফ পার্টির চেয়ারম্যান। পুলিশ যখন লাহোরে তাঁর বাড়ি ঘিরে ফেলে, সেই সময় তেহরিক–ই– ইনসাফ পার্টির সদস্যদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ শুরু হয়। তেহরিক–ই–ইনসাফ পার্টির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পুলিশ সমর্থকদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে। এরকম চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থার মধ্যেই ইসলামাবাদ দায়রা জজ আদালত ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ জারি করেছে।
❤ Support Us