- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৫, ২০২২
ইমরান জমানা ‘খতম’! টালমাটাল পরিস্থিতির নেপথ্যে কে? মার্কিনপন্থী সেনা বাহাদুর !

ইমরান খানকে সরতেই হবে। এটা তাঁর দেশ চায়, প্রভাবশালী বিদেশি শক্তিরও এটা কাম্য । ইমরানের বিদেশ নীতি গ্রহণযোগ্যতা পায়নি। চিন ও রাশিয়ার সঙ্গে অতিরিক্ত মাখামাখি করতে গিয়ে আমেরিকাকে চটিয়ে দিয়েছেন ইমরান । যে সেনাবাহিনীর পরোক্ষ সমর্থন পেয়ে কুর্সিতে বসেছিলেন, তাঁরাও অসন্তুষ্ট । অনুমান করা হচ্ছে, ফৌজি কর্তারা মার্কিন ঘেঁষা বলেই তাঁদেরই ইঙ্গিতে ইমরানকে কুর্সি ছাড়তে হচ্ছে। ইমরান খানের তেহরিক-এ-ইনসাফ, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম সুপারিশ করেছে। নাওয়াজ শরিফের মুসলিম লিগ কিংবা বিলাওয়াল ভুট্টো জারদারির পিপলস পার্টি এখনও কোনো নাম রাষ্ট্রপতির কাছে পাঠায় নি। বিচারপতি গুলজার আহমেদকে বিলাওয়াল যদি মেনেও নেন, মুসলিম লিগ মানবে না। কেন না, তাঁর রায়-এর ভিত্তিতে ভূতপূর্ব প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফকে সরতে হয়েছিল।
সেনাবাহিনী যে আর ইমরানের সঙ্গে নেই, তা দিন কয়েক আগেই বুঝিয়ে দিয়েছিল ফৌজি কর্তূপক্ষ । পাকিস্তানের অর্থনৈতিক দুরাবস্থা আর বিরোধীদের উদ্দেশ্যে ইমরান খানের রুচিহীন মন্তব্যের অভিযোগ তুলে তাঁরা প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছিলেন । এরপর ইমরান আরও দুটি ‘অপ্রিয় সত্য’ বলে দিয়ে বড়ো ভুল করে বসলেন। এক. ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা। দুই. ভারতের বিদেশ নীতির গুণগান। তার পরেই দেখা গেল, হঠাৎ পাকিস্তান জুড়ে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ছে। ইমরান খানের বিরুদ্ধে পাক সংসদে অনাস্থা পেশ করলেন বিরোধীরা। এটা কি কোনো অদূশ্য ইঙ্গিতে, যার উত্তর মেলা কঠিন । যে দেশের স্বৈরশাসন এবং সামরিক শাসনের দীর্ঘ মেয়াদি ইতিহাস রয়েছে, সেখানে শক্তিশালি কায়েমি স্বার্থ তাদেরই প্রয়োজনে রাজনীতিকদের ব্যবহার করে। প্রয়োজন ফুরিয়ে গেলে ছেঁড়া কাপড়ের মতো ছুঁড়ে ফেলে। ইমরান খানের অবস্থাও সেরকম হতে পারে ।
একসময়ের দেশে টিকে থাকাও অসম্ভব হয়ে উঠলে, আশ্চর্য হওয়ার মতো বিষয় নয়। সেই বিভ্রান্ত ট্রাডিশন আবার ফিরে আসবে। তাঁর দিকে ধেয়ে আসবে মামলা, নাজেহাল হয়ে তিনি পাড়ি দেবেন বিদেশে । বেনজির ভুট্টো, পারভেজ মুশারফ, নাওয়াজ শরিফের পথ তাঁকেও ডাকছে ।
পাকিস্তান সবসময় ঋনের ভারে জর্জরিত । ইমরানের জমানায় ঋনভার বিশ-ট্রিলিয়ন ডলার বেড়েছে। আগে ছিল পঞ্চাশ ট্রিলিয়নের অধিক। বেসামাল করোনা পরিস্থিতিতে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে। এসব সাম্প্রতিক সঙ্কটের বাইেরের ইস্যু । ভেতরের ইস্যুগুলো যেমন জটিল তেমনি রহস্যপূর্ণ । ইমরান আমেরিকাকে দায়ী করেছেন । ওয়াশিংটন তা নিষ্প্রভ হাসি ছড়িয়ে উড়িয়ে দিয়েছে । সেনাকর্তূপক্ষও সরাসরি বলেছে, আমরা নিরপেক্ষ । তাহলে হঠাৎ বিরোধী রাজনীতিতে গরম হাওয়ার ঝড়োস্পর্শের কারণ কী?
❤ Support Us