Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৭, ২০২২

গরম থেকে বাঁচতে আরামবাগে বিয়ের আসর বসল ব্যাঙের।

আরম্ভ ওয়েব ডেস্ক
গরম থেকে বাঁচতে আরামবাগে  বিয়ের আসর বসল ব্যাঙের।

এপ্রিলের শেষ সপ্তাহ দেখা নেই বৃষ্টি। বৈশাখ মাসে উধাও কালবৈশাখি। প্রচণ্ড দাবদাহে সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র । এই পরিস্থিতিতে গরমের রোষানল থেকে বাঁচতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিল আরামবাগের পাড়েরঘাট হরি মন্দিরের এলাকাবাসীরা। বিয়ের আয়োজনে কোনো ত্রুটি ছিল না। টোপর, চেলি থেকে সানাইয়ের সুর। বিয়েতে মানা হল যাবতীয় আচার অনুষ্ঠান। গায়ে হলুদ, মালাবদল, শুভ দৃষ্টি থেকে সিঁদুর দান সবই হল । মন্ত্র পড়লেন পুরুতমশাই । মহিলাদের মিলিত উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মেতে উঠল গোটা এলাকা । এরপরই ছিল ভোজের আয়োজন । বিয়েবাড়ির ভোজ বলে কথা। আশে-পাশের এলাকা থেকে উপস্থিত সকলেই কব্জী ডুবিয়ে মাংস থেকে মন্ডা মিঠাই সবই খেলেন ।

চমকপ্রদ এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তনচেয়ারম্যান স্বপন নন্দী। ছিলেন আরামবাগ শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার কাউন্সিলর প্রদীপ সিংহ রায়। তবে এই প্রথম নয় বৃষ্টির জন্য প্রতিবছরই ব্যাঙের বিয়ে দেওয়া হয় বিভিন্ন জেলায় । একসময় বৃষ্টি ডাকতে গোটা দেশেই এই রিতী ছিল বহু প্রচলিত। সময়ের সঙ্গে সঙ্গে ছেদ পড়ে এই রিতীতে। কিন্তু প্রতিবছর পুরনো এই রীতির উপর বিশ্বাস করেই বিভিন্ন এলাকায় বৃষ্টি নামাতে চায় শহরবাসী । মনে করা হয় জলদেবতা এই বিয়েতে সন্তুষ্ট হয়ে রোদের দাপট থেকে মুক্তি দিতে জল দান করবেন । তাহলেই ধরণী ঠাণ্ডা হবে ।

বিয়ে তো হল এবার দেখার বিষয় বৃষ্টি নামবে কবে? তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি । আগামী সপ্তাহের শুরুতে বেশ কিছু এলাকার বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!