- ভা | ই | রা | ল
- ফেব্রুয়ারি ১০, ২০২৩
ধ্বংসের মাঝে মনুষ্যত্বের বিরল নজির ! ভারতীয় মহিলা সেনা জওয়ানের গালে স্নেহের পরশ তুর্কী প্রবীণার

ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১০০০। আহত অনেকে । ভেঙ্গে পড়েছে একাধিক বহুতল। ধ্বংস স্তূপের ছবি সর্বত্র। বিধ্বংসী পারিপার্শ্বিক আবহে দেখা গেল মানবতার একটুকরো ছবি।
We Care.#IndianArmy#Türkiye pic.twitter.com/WoV3NhOYap
— ADG PI – INDIAN ARMY (@adgpi) February 9, 2023
সোমবারের ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত উভয় দেশের প্রশাসন, সাহায্যের হাত বাড়িয়েছে মিত্র দেশ ভারত। ইতিমধ্যে উদ্ধারকার্যে যোগ দিয়েছে ভারতীয় সেনা। পৌঁছে গেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরাও। নারী-পুরুষ উভয়ে মিলে তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশ ও অন্যান্য জায়গায় অব্যাহত রেখেছেন তাদের কাজ।
বিপন্ন মানুষকে ধ্বংস স্তূপের মধ্যে থেকে বাঁচাতে তীব্র ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে চলেছে বাহিনী। মানবসেবার কঠিন এ ব্রত পালন কালে সামাজিক প্রচার মাধ্যমে ভাইরাল হল স্নেহ-মায়া-মমতার বিরল এক দৃশ্য। সেনাবাহিনীর এডিজির অফিশিয়াল আকাউণ্ট থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনার উদ্ধারকারী এক মহিলাকে আলিঙ্গন করছেন বিপন্নতা থেকে উদ্ধার পাওয়া এক প্রবীণ তুর্কী নারী। চুম্বন এঁকে দিচ্ছেন তার গালে। মমতাভরা এ দৃশ্য থেকে আপ্লুত সকল নেট নাগরিকরা। ধংসের মাঝে মানবতার এ উদযাপন আর কোথায়!
❤ Support Us