- দে । শ
- জানুয়ারি ৩১, ২০২২
চার মাসের মধ্যে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩৪ ।
বাংলাদেশে সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুও । হাসপাতালে রোগীদের ভিড় উপছে পড়ছে । জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।
২০২১ সালে ১০ অগাস্ট মারা যান ২৬৪ জন । এটাই ছিল একদিনের সর্বোচ্চ মৃত্যু । ডিসেম্বরের শেষ দিকে অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই আবার সংক্রমণ ও মৃত্যুর হার একটু একটু করে বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনই হাসপাতালে মারা গেছেন । এ নিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৬৩ জন।
❤ Support Us