- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৪, ২০২৩
স্কুলছুট রোধে তৎপর কেন্দ্র । প্রাথমিক শিক্ষাখাতে রেকর্ড বরাদ্দ। নারী শিক্ষায় বাড়তি গুরত্ব
কেন্দ্রীয় সরকার স্কুলশিক্ষা খাতে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে ২০২২-২০২৩ আর্থিক বছরে। করোনা পরিস্থিতিতে ২০২০ সালের পরে আর্থিক প্রতিকূলতায় বহু ছেলেমেয়ে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে, এ কোনও নতুন খবর নয়। কেন্দ্র চাইছে নাবালক-নাবালিকাদের ফের স্কুলমুখী করতে। মোট যে টাকাটা বরাদ্দ করা হয়েছে তার পরিমাণ ১ লক্ষ ৪ হাজার ৭৭ কোটির বেশি। এই টাকার ভিতর ৫৬ শতাংশ অথবা ৫৮ হাজার ৯২৮ কোটিরও বেশি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার স্কুলশিক্ষা খাতে যে ব্যয় বৃদ্ধি করেছে, তাতে কোন কোন রাজ্যের ভাগে কত টাকা পড়ছে, তা জানা যায়নি এখনও। অবিজেপিশাসিত রাজ্যগুলি কী পরিমাণ টাকা পাবে, তাও কেন্দ্র এব্যাপারে তথ্য প্রকাশ করলেই জানা যাবে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে স্কুলশিক্ষা খাতে যে টাকাটা বরাদ্দ করেছে, তা ব্যয় করা হবে পড়ুয়াদের ডিজিটাল লার্নিংয়ের জন্যে। এজন্যে পরিকাঠামো গড়ে তুলতে স্কুলগুলিতে বসানো হবে নতুন কম্পিউটার। এছাড়া ক্লাসরুমে ব্যবস্থা করা হবে স্মার্টবোর্ডের। স্কুলগুলিতে ইন্টারনেট পরিষেবা যাতে চালু করা হয়, সেজন্যে বরাদ্দ তহবিলের টাকা খরচ করা হবে।
আরও জানা গিয়েছে, বরাদ্দ টাকা শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ বাবদও খরচ করা হবে। তাছাড়াও উন্নতিসাধন করা হবে উচ্চ প্রাথমিক স্কুল কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়গুলির। উল্লেখ্য, এই স্কুলগুলি অনগ্রসর শ্রেণির কন্যাসন্তানদের শিক্ষার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
কেন্দ্রীয় স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষাখাতে ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে, তার ভিতর ৩২ হাজার ৫১৪ কোটির বেশি টাকা খরচ করা হবে সমগ্র শিক্ষা অভিযানে। এই প্রকল্পে চলতি আর্থিক বছরের বাজেটে মোট বরাদ্দ ৩৭ হাজার ৩৮৩ কোটি টাকা।
এর আগে ২০১৯-২০২০ আর্থিক বছরে স্কুলশিক্ষা বাবদ কেন্দ্রীয় সরকার ৫২ হাজার ৫৯২ কোটির বেশি টাকা বরাদ্দ করে রেকর্ড সৃষ্টি করেছে। সেইসময়েও বরাদ্দ টাকার সিংহভাগই সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ করা হয়। সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ করা হয়েছিল স্কুলশিক্ষা খাতে মোট বাজেটের ৬১ শতাংশ টাকা।
❤ Support Us