Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি, বিধানসভায় ঘোষণা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি, বিধানসভায় ঘোষণা মমতার

রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হল। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা এ-ও জানিয়েছেন, নিজের বেতন তিনি বৃদ্ধি করবেন না।

বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’

নিজের বেতন বৃদ্ধি করবেন না বলে বিধানসভার অধিবেশনেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক— এই তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি বেতন নেন না,তাঁর সাংসদ হিসাবে পেনশন, বই বিক্রি থেকে যে টাকা তিনি পান তাতেই তাঁর চলে, তাই তাঁর বেতন নিয়ে কিছু ঘোষণা তিনি করছেন না। এর পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি বেতন নেন না সেটা আপনার মহানুভবতা তবে আপনার বেতনও এর সঙ্গে বাড়ল।
এদিকে মন্ত্রী,প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, “এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বৈরাচার।” কনফেডারেশনের সাধারণ সম্পাদক মকয় মুখোপাধ্যায় বলেন, “ডিএ দিতে পারছে না সরকার ওদিকে দুর্নীতিগ্রস্থ বিধায়কদের মাইনে বাড়াচ্ছে? আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!