Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৩, ২০২৩

প্রত্যাশামতোই ড্র আমেদাবাদ টেস্ট, দেশের মাঠে টানা ১৬ সিরিজ জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রত্যাশামতোই ড্র আমেদাবাদ টেস্ট, দেশের মাঠে টানা ১৬ সিরিজ জয় ভারতের

আমেদাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট প্রত্যাশামতোই ড্র হল। আর আমেদাবাদ টেস্ট ড্র হওয়ায় চার ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিল ভারত। দেশের মাটিতে এটা ভারতের টানা ১৬তম সিরিজ জয়। যদিও আমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ভারত। ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে চতুর্থ দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৫৭১ রানে। বিরাট কোহলি দুরন্ত ব্যাটিং করে ১৮৬ রান করেন। অক্ষর প্যাটেল করেন ৭৯ রান।  ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারে ৩ রান তুলেছিল। ম্যাথিউ কুনেম্যান ০ এবং ট্রেভিস হেড ৩ রানে ক্রিজে ছিলেন। দ্বিতীয় দিন সকালেই কুনেম্যানের (‌৬)‌ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাঁকে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন।

মধ্যাহ্নভোজের বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৭৩/‌১। চা পানের বিরতির আগেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। তাঁর বলে বোল্ড হন ট্রেভিস হেড। ১৬৩ বলে ৯০ রান করে তিনি আউট হন। লাবুশেনের সঙ্গে জুটিতে তোলেন ১৩৯ রান। চা পানের বিরতিতে ৬৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১৫৮/‌২‌। ৭৮.‌১ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৭৫ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করার পর ভারত আর ব্যাট করতে নামেনি। দুই অধিনায়ক ড্রয়ের ব্যাপারে সম্মত হন। মার্নাস লাবুশেন ৬৩ ও স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। রবিচন্দ্রন অশ্বিন ২৪ ওভারে ৯টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল করেন ১৯ ওভার, ৮টি মেডেন, ৩৬ রান দিয়ে তিনিও ১টি উইকেট পেয়েছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ভারত দেশের মাটিতে টেস্ট সিরিজ হারেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!