- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২০, ২০২৪
চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের, দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

পাকিস্তানের শক্তিশালী পেস অ্যাটাকের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিলেন জাকির হাসান, লিটন দাস, মুশফিকুর রহিমরা। ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন ছবি। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন। ভারতের তোলা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৪৯ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮১। দ্বিতীয় দিনেই কোনঠাসা বাংলাদেশ।
আগের দিনে ৩৩৯/৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের পর ভারত তাকিয়েছিল রবীন্দ্র জাদেজার সেঞ্চুরির দিকে দিকে। কিন্তু আগের দিনের ৮৬ রানের সঙ্গে কোন রান যোগ না করেই তাসকিন আমেদের বলে ফিরে যান জাদেজা। এরপর আউট হন আকাশ দীপ (১৭)। ১১৩ রান করে তাসকিনের বলেই ফেরেন অশ্বিন। বুমরাকে (৭) তুলে নিয়ে ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দেন হাসান মাহমুদ। ৮৩ রানে ৫ উইকেট পান বাংলাদেশের এই জোরে বোলার। ৫৫ রানে ৩ উইকেট নেন তাসকিন আমেদ।
ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার ফিরে যান শাদমান ইসলাম (২)। তাঁকে ফেরান বুমরা। বুমরা ও সিরজকে ৩ ওভার করে বোলিং করিয়েই আকাশ দীপকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। দ্বিতীয় ওভারেই সাফল্য। প্রথম ২ হলে তুলে নেন জাকির হোসেন (৩) ও মোমিনুল হককে (০)। দুজনেরি স্টাম্প ছিটকে দেন আকাশ দীপ। হ্যাটট্রিক আটকে দেন মুশফিকুর রহিম। যদিও তিনি বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। ৮ রান করে বুমরার বলে আউট হন। তার আগেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (২০) তুলে নিয়েছিলেন সিরাজ।
৪০ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব (৩২) ও লিটন দাসের (২২) সৌজন্যে সাময়িক প্রতিরোধ গড়ে তোলে। শেষ দিকে মেহিদি হাসান মিরাজ (অপরাজিত ২৭), তাসকিন আমেদ (১১), নাহিদ রানারা (১১) বাংলাদেশকে ১৪৯ রানে পৌঁছে দেন। ৫০ রানে ৪ উইকেট নেন যশপ্রীত বুমরা। ২টি করে উইকেট নেন আকাশ দীপ, সিরাজ ও জাদেজা।
২২৭ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৫ রান করে তিনি তাসকিন আমেদের বলে আউট হন। দ্বিতীয় ইনিংসে রান পেলেন না যশস্বী জয়সওয়াল। ১০ রান করে তিনি ফিরে যান। বিরাট কোহলিও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। সতর্কভাবে শুরু করেও স্পিনার মেহিদি হাসান মিরাজের স্পিনে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন। ১৭ রান করেন কোহলি। দিনের শেষে শুভমান গিল ৩৩ ও ঋষভ পন্থ ১২ রান করে ক্রিজে রয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যেই ৩০৮ রানে এগিয়ে গেছে ভারত।
❤ Support Us