Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৪

দুরন্ত সেঞ্চুরি করে ভারতের সামনে কাঁটা হয়ে দাঁড়ালেন অলি পোপ

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত সেঞ্চুরি করে ভারতের সামনে কাঁটা হয়ে দাঁড়ালেন অলি পোপ

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিন চা–পানের বিরতির সময় মনে হচ্ছিল ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড তখন ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। উইকেটে বল টার্ন করছে, কোনও বল আবার নীচু হয়ে যাচ্ছে। সেই সময় ভারতের সামনে কাঁটা হয়ে দাঁড়ালেন অলি পোপ। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩১৬। ১৪৮ রানে ক্রিজে রয়েছেন অলি পোপ।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৭ উইকেটে ৪২১। ৬২ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। ৮১ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। আগের দিনের সঙ্গে মাত্র ৬ রান যোগ করে আউট হন জাদেজা (‌৮৭)‌। জো রুটের বলে এলবিডব্লু হন তিনি। পরের বলেই বুমরাকে (০) বোল্ড করেন রুট। এরপর রেহান আহমেদকে ফেরান অক্ষর প্যাটেলকে (৪৪)। ৪৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৭৯ রানে ৪ উইকেট নেন জো রুট। দুটি করে টম হার্টলি ও রেহান আহমেদ।
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দশম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রলি (৩৩ বলে ৩১)। মধ্যাহ্নভোজের বিরতির সময় ইংল্যান্ডের রান ছিল ৮৯/‌১। ক্রিজে ছিলেন বেন ডাকেট (৩৮) ও অলি পোপ (১৬)।
মধ্যাহ্নভোজের বিরতির পর ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। প্রথমে আউট হন বেন ডাকেট (‌৫২ বলে ৪৭)‌। তাঁকে বোল্ড করেন বুমরা। এরপর রুটকেও (‌২)‌ তুলে নেন তিনি। রবীন্দ্র জাদেজার স্বপ্নের ডেলিভারিতে বোল্ড হন জনি বেয়ারস্টো (‌১০)‌। অধিনায়ক বেন স্টোকসও (‌৬)‌ রান পাননি। ১৬৩ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর অলি পোপের সঙ্গে হাল ধরেন বেন ফোকস।
পোপ ও ফোকস জুটি ইংল্যান্ডকে চাপের মুখ থেকে টেনে নিয়ে যান। জুটিতে ওঠো ১১২ রান। ফোকসকে তুলে নিয়ে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। তাঁর নীচু হয়ে যাওয়া বলে বোল্ড হন ফোকস। পোপকে অবশ্য টলানো যায়নি। তাঁর ও রেহান আমেদের (‌অপরাজিত ১৬)‌ অসমাপ্ত জুটিতে উঠেছে ৪১ রান। দিনের শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ৩১৬ রান তুলেছে। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরা ও অশ্বিন। ১টি করে উইকেট নিয়েছেন জাদেজা ও অক্ষর। দুই ইনিংস মিলিয়ে ১২৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!