- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৭, ২০২৪
কুলদীপ–অশ্বিনের সামনে মুখ থুবড়ে পড়ল বাজবল ক্রিকেট, প্রথম দিনেই ইংল্যান্ডকে চাপে ফেলল ভারত
সিরিজ শুরুর আগেই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ভারতীয় উপমহাদেশে সফল হবে না ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। দেশের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের কথা আবার মিলে গেল। ধরমশালাতেও মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের বাজবল। ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ বেন স্টোকসদের। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের দাপটে প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। জবাবে দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে তুলেছে ১৩৫।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ওপেনিং জুটিতে ওঠে ৬৪। এরপরই আঘাত হানেন কুলদীপ যাদব। বেন ডাকেটকে (২৭) তুলে নিয়ে জুটি ভাঙেন। অলি পোপকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্রলি। মধ্যাহ্নভোজের বিরতির আগে আবার আঘাত কুলদীপের। এবার ফেরান অলি পোপকে (১১)। মধ্যাহ্নভোজের বিরতির পর তুলে নেন উইকেটে জমে যাওয়া জ্যাক ক্রলিকে। ১০৮ বলে ৭৯ রান করেন ক্রলি।
১৩৭ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল জো রুট ও জনি বেয়ারস্টোর। কিন্তু দায়িত্ব নিতে ব্যর্থ ইংল্যান্ডের এই দুই মিডল অর্ডার ব্যাটার। ভাল শুরু করেও শততম মাইলস্টোনের ম্যাচে বড় রান পেলেন না বেয়ারস্টো। ১৮ বলে ২৯ রান করে তিনি কুলদীপের শিকার। ১৭৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। একই রানে ফিরে যান রুট (২৬) ও অধিনায়ক বেন স্টোকস (০)। দুজনকে তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দেন কুলদীপ। মাত্র ৮ রানে ৫ উইকেট হারায়। পরপর উইকেট হারানোর ধাক্কা সামলাতে পারেনি ইংল্যান্ড। ২১৮ রানে গুটিয়ে যায়। নিজের শততম ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং লেজ ছাঁটেন রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ ১৫ ওভারে ৭২ রানে ৫ উইকেট নেন। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন অশ্বিন। জাদেজা পান ১ উইকেট। জোরে বোলারদের ভাঁড়ার শূন্য।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভারতীয় দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। দুজনের ব্যাটেই বাজবল ক্রিকেটের প্রতিচ্ছবি। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ওপেনিং জুটিতে ২০.৩ ওভারে ১০৪ রান তুলে ফেলে ভারত। ২১ তম ওভারে শোয়েব বশিরকে পরপর বাউন্ডারি হাঁকান যশস্বী। পরের বলে আবার বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি। ৫৮ বলে ৫৭ রান করে আউট হন যশস্বী। তিনি ফিরে যাওয়ার পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। দিনের শেষে রোহিত ৫২ ও শুভমান ২৬ রান করে ক্রিজে রয়েছেন।
❤ Support Us