- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১০, ২০২৫
রোহিতের দুরন্ত সেঞ্চুরিতে কটকেই একদিনের সিরিজ ভারতের

সাদা বলের ক্রিকেটে দাপট অব্যাহত ভারতের। টি২০ সিরিজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর এক ম্যাচ বাকি থাকতে একদিনের সিরিজও জিতে নিল। রবিবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল ৪ উইকেটে। এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৭টি সিরিজ জিতল ভারত। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত রান পেলেও ব্যর্থ বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলিকে নিয়ে অস্বস্তি থেকেই গেল।
কটকের বারাবটি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। আগের ম্যাচের মতোই দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। প্রথম পাওয়ার প্লে–র ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৫ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। স্পিনারদের বিরুদ্ধে আবার ইংল্যান্ডের দৈন্যদশা ফুটে উঠল। স্পিনাররা আক্রমণে আসতেই রান তোলার গতি কমে যায় ইংল্যান্ডের। ভারতের প্রথম সাফল্য আসে স্পিনারদের হাত ধরেই। ফিল সল্টকে (২৯ বলে ২৬) তুলে নেন বরুণ চক্রবর্তী। একাদশ ওভারে ৮১ রানের মাথায় আউট হন সল্ট। এরপর বেল ডাকেটকে (৫৬ বলে ৬৫) ফেরান রবীন্দ্র জাদেজা।
১০২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান জো রুট ও র্যারি ব্রুক। ৫২ বলে ৩১ রান করে আউট হন ব্রুক। তাঁকে ফেরান হর্ষিত রানা। অধিনায়ক জস বাটলার ৩৫ বলে করেন ৩৪। একসময় ইংল্যান্ডের রান ছিল ২৪৮/৪। জো রুট (৭২ বলে ৬৯) আউট হতেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩০৪ রানে গুটিয়ে যায়। ৩২ বলে ৪১ রান করে আউট হন লিয়আম লিভিংস্টোন। ৩৫ রানে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ সামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। ওপেনিং জুটিতে ওঠে ১৬.৪ ওভারে ১৩৬ রান। ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬০ রান করে জেমি ওভার্টনের বলে বোল্ড হন শুভমান গিল। এরপর ক্রিজে নামেন বিরাট কোহলি। গাস অ্যাটকিনসকে চোখজুড়ানো অন ড্রাইভ করেছিলেন। মনে হচ্ছিল হয়তো রানে ফিরবেন। আদিল রশিদের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগান। ক্যাচের আবেদন করেন ফিল সল্ট। আম্পায়ার সিএম ব্রাউন ইংল্যান্ডের আবেদনে সাড়া দেননি। রিভিউ নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। রিপ্লেতে দেখা যায় বল বিরাটের ব্যাট ছুঁয়ে ফিল সল্টের হাতে জমা পড়েছে। ৮ বলে ৫ রান করে ফিরে যান কোহলি।
কোহলি হতাশ করলেও স্বস্তি দিলেন রোহিত শর্মা। শ্রেয়স আয়ারকে সঙ্গে নিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। দলীয় ২২০ রানের মাথায় আউট হন রোহিত। ৯০ বলে ১১৯ রান করেন তিনি। মারেন ১২টি ৪ ও ৭টি ৬। প্রায় ৬ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি পেলেন রোহিত। এদিন ক্রিস গেলের ৩৩১টি ছক্কা মারার রেকর্ড ভেঙে দেন। রোহিত মেরেছেন ৩৩৮টি ৬। সামনে শুধু শাহিদ আফ্রিদি (৩৫১)।
রোহিত ফিরে যাওয়ার পর আউট হন শ্রেয়স আয়ার (৪৭ বলে ৪৪)। লোকেশ রাহুল (১৪ বলে ১০), হার্দিক পান্ডিয়া (৬ বলে ১০) রান না পেলেও সমস্যায় পড়তে হয়নি ভারতকে। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অক্ষর প্যাটেল (৪৩ বলে ৪১) ও ও রবীন্দ্র জাদেজা (৭ বলে অপরাজিত ১১)। ৪৪.৩ ওভারে ৩০৮/৬ তুলে সিরিজ জিতে নেয় ভারত।
❤ Support Us