Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৫, ২০২৩

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই দাপট ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই দাপট ভারতীয় মহিলা দলের

খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু লাল বলের ক্রিকেটেও যে হরমনপ্রীত কাউররা যথেষ্ট দক্ষ, ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই বুঝিয়ে দিল। ইংল্যান্ড বোলারদের ওপর দাপট দেখিয়ে প্রথম দিনেই ৯৪ ওভারে ৭ উইকেটে ৪১০ তুলল ভারত। মহিলাদের টেস্টে প্রথম দিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের। ১৯৩৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে নিউজিল্যান্ড তুলেছিল ৪৭৫। হাফ সেঞ্চুরি করে অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন জেমিমা রডরিগেজ, শুভা সতীশ।
২০২১ সালে শেষ টেস্ট খেলেছিল ভারত। ২ বছর পর আবার লাল বলের ক্রিকেটে হরমনপ্রীত কাউররা। নভি মুম্বইয়ের ডিওয়াই স্পোর্টস অ্যাকাডেমির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিন টেস্ট অভিষেক হল জেমিমা রডরিগেজ, রেণুকা সিং, শুভা সতীশের। বাংলার তিন ক্রিকেটার রিচা ঘোষ, সাইকা ইশাক ও তিতাস সাধু অবশ্য ব্রাত্যই থেকে গেলেন।
ভারতের শুরুটা অবশ্য ভাল হয়নি। ৪৭ রানের মধ্যে ২ উইকেট হারায়। আউট হন স্মৃতি মানধানা (‌১৭)‌ ও শেফালি ভার্মা (‌১৯)। এরপর হাল ধরেন শুভা সতীশ ও জেমিমা রডরিগেজ। দুজনের জুটিতে ওঠে ১১৫ রান। এই জুটিই ভারতের বড় রানের ভিত গড়ে দেয়। অভিষেক টেস্টে দুরন্ত ব্যাট করে ৭৬ বলে ৬৯ রান করে আউট হন শুভা। জেমিমা করেন ৬৮। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন অধিনায়ক হরমনপ্রীত (‌৪৯)। যস্তিকা ভাটিয়া ‌৬৬ রান করে আউট হন। ভারতকে ৪০০ রানের গন্ডি পার করে দেন দীপ্তি শর্মা (‌অপরাজিত ৬০)‌ ও স্নেহ রানা (‌৩০)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!