Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৩

ব্যর্থ হয়ে গেল রেণুকা, স্মৃতি, রিচাদের লড়াই, ইংল্যান্ডের কাছে হার ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যর্থ হয়ে গেল রেণুকা, স্মৃতি, রিচাদের লড়াই, ইংল্যান্ডের কাছে হার ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ধাক্কা খেতে হল ভারতকে। ১১ রানে হেরে গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়লেন হরমনপ্রীতরা। দুরন্ত বোলিং করেও দলকে জেতাতে পারলেন না রেণুকা সিং। ব্যর্থ হয়ে গেল ব্যাট হাতে স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষের লড়াইও।
প্রথমে ব্যাট করতে নেমে  প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। তৃতীয় বলে ড্যানিয়েল ওয়াটকে (‌০)‌ ফেরান রেনুকা সিং।  উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরেন রিচা ঘোষ। এক ওভার পরে আবার ধাক্কা রেনুকা সিংয়ের। তুলে নেন এলিসে ক্যাপসেকে (‌৩)‌। পঞ্চম ওভারে সোফি‌য়ে ডাঙ্কলেকেও (‌১০)‌ ফেরান রেনুকা। ৫ ওভারের ওভারের মধ্যে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর দলকে টেনে নিয়ে যান ন্যাট স্কিভার, হিদার নাইট এবং অ্যামি জোন্স। এই তিনজনের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ইংল্যান্ড। ৪২ বলে ৫০ রান করেন ন্যাট স্কিভার। ২৩ বলে ২৮ রান করেন হিদার নাইট এবং ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যামি জোন্স। ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সোফি একলেস্টোন। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৫ উইকেট তুলে নেন রেনুকা সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাঁর জীবনের সেরা বোলিং। ১টি করে উইকেট নেন শিখা পাণ্ডে ও দীপ্তি শর্মা।
জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলের ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।  চতুর্থ ওভারের শেষ বলে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন লৌরেন বেল। তুলে নেন শেফালি ভার্মাকে (‌৮)‌। ভারতের রান তখন ২৯। ‌দশম ওভারের প্রথম বলেই আউট হন জেমাইমা রডরিগেজ (‌১৬ বলে ১৩)‌। পরের ওভারেই অধিনায়ক হরমনপ্রীত কাউরকে (‌৪)‌ তুলে নেন সারা গ্লেন। এরপর ভারতকে টেনে নিয়ে যান স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ। ১৬ তম ওভারের শেষ বলে স্মৃতি আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। ৪১ বলে ৫২ রান করে আউট হন স্মৃতি। রিচার লড়াই কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪০/‌৫ রান তুলতে সমর্থ হয় ভারত। ৩৪ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!