Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৩

সূর্যকুমার ও অক্ষরের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও ১৬ রানে হার ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
সূর্যকুমার ও অক্ষরের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও ১৬ রানে হার ভারতের

৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল ভারত। সেখান থেকে পাল্টা লড়াই শুরু সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের। এই জুটি দুরন্ত ব্যাটিং করে নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারল না। সূর্যকুমার ও অক্ষরের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও জয় অধরা থেকে গেল ভারতের। দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৬ রানে হারিয়ে টি২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।

টস দিতে এদিন শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান তোলে ভারত। এদিন শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দাসুন শনকারা। দুরন্ত ব্যাটিং করেও ভারতকে জয় এনে দিতে ব্যর্থ হন অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব।

ব্যাট করতে নেমে দারুন শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথমু নিসঙ্কা (‌৩৫ বলে ৩৩)‌ এবং কুশল মেন্ডিস (‌৩১ বলে ৫২)‌। ওপেনিং জুটিতেই ওঠে ৮০। কুশল মেন্ডিসকে তুলে নিয়ে দুটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। এরপর উমরান মালিক তুলে নেন ভানুকা রাজাপক্ষকে (‌২)‌। পাথুম নিসঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভাকে (‌৩)‌ তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন অক্ষর প্যাটেল। এরপর চরিথ আসালঙ্কা (‌১৯ বলে ৩৭)‌ ও দাসুন শনকার (‌২২ বলে অপরাজিত ৫৬)‌ দুরন্ত ব্যাটিং শ্রীলঙ্কাকে দুশো রানের গণ্ডি পার করে দেয়। ৪৮ রানের ৩ উইকেট নেন উমরান মালিক। দারুন বল করে ২৪ রানে ২ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল।

জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চূড়ান্ত বিপর্যয় পড়ে ভারত। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ঈশান কিষানকে (‌২)‌ তুলে নেন রাজিথা। একই ওভারের শেষ বলে ফেরান শুভমান গিলকে (‌৫)‌। পরের ওভারে অভিষেককারী রাহুল ত্রিপাঠিকে (‌৫)‌ ফেরান মাদুসঙ্কা। পঞ্চম ওভারে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (‌১২)‌ তুলে নিয়ে ভারতকে একেবারে কোণঠাসা করে দেন চামিকা করুণারত্নে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় পরে ভারত। দীপক হুডাও (‌৯)‌ দলকে নির্বরতা দিতে পারেননি। এরপর হাসারঙ্গার এক ওভারে ২৬ রান তুলে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব। ৩৬ বলে ৫১ রান করে মাদুশঙ্কার বলে সূর্য আউট হতেই ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। অক্ষর প্যাটেল ও শিবম মাভির লড়াই কাজে আসেনি। ৩১ বলে ৬৫ রান করে আউট হন অক্ষর। ১৫ বলে ২৬ রান করেন শিবম মাভি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!