- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৫, ২০২৪
ভারতের তিন স্পিনারের ঘূর্ণিতে কাজে লাগল না ইংল্যআন্ডের ‘বাজবল’ ক্রিকেট
ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট দলের কোচের পদে বসার পর অন্য ঘরানার ক্রিকেট খেলছে ইংল্যান্ড। দারুণ জনপ্রিয়তা পেয়েছে ম্যাকালামের ‘বাজবল’ ক্রিকেট। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ততটা কার্যকরী হল না ‘বাজবল’ ক্রিকেট। ভারতীয় স্পিনারদের সামনে বেসামাল ইংল্যান্ড। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ২৪৬ রানে। বরং ভারত আক্রমণাত্মক ব্যাটিং করে চাপে ফেলে দিয়েছে ইংল্যান্ডকে। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১১৯।
হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ঘূর্ণি উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। নবম ওভারেই স্পিনার আক্রমণ নিয়ে আসেন রোহিত শর্মা। ১১ ওভারে ৫৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। দ্বাদশ ওভারেই প্রথম সাফল্য ভারতের। ডাকেটকে (৩৫) তুলে নেন অশ্বিন। ২ ওভার পরেই অলি পোপকে (১) ফেরান জাদেজা। এরপর জ্যাক ক্রলিকে (২০) তুলে নেন অশ্বিন। ৬০ রানের মধ্যে ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
জো রুট ও জনি বেয়ারস্টো কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। অক্ষর প্যাটেলের দুরন্ত ডেলিভারিতে বেয়ারস্টো (৩৭) ফিরতেই ধস ইংল্যান্ড ইনিংসে। ১৫৭ রানের মধ্যে ৭ উইকেট হারায়। জো রুট ২৯ রান করে আউট হন। ফোকস করেন ৪। রেহান আমেদ ১৩ রান করে আউট হন। অধিনায়ক স্টোকস আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। টম হার্ডি (২৩) ও মার্ক উড (১১) অধিনায়ককে কিছুটা সঙ্গ দেন। ৮৮ বলে ৭০ রান করে বুমরার বলে স্টোকস আউট হতেই যবনিকা পড়ে ইংল্যান্ড ইনিংসে। ৬৮ রানে ৩ উইকেট নেন অশ্বিন। ৮৮ রানে ৩ উইকেট জাদেজার। অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা ২টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ভারতও আক্রমণাত্মক ক্রিকেটের রাস্তা বেছে নেয়। ১২ ওভারে রোহিত ও যশস্বী তুলে ফেলেন ৮০। রোহিতকে (২৭ বলে ২৪) তুলে নিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। যশস্বীকে অবশ্য টলানো যায়নি। দিনের শেষে ৭০ বলে ৭৬ রান করে তিনি অপরাজিত রয়েছেন। সঙ্গে ক্রিজে রয়েছেন শুভমান গিল (১৩)। কোহলি না খেলায় এই টেস্টে তাঁর জায়গায় ব্যাটার হিসেবে খেলছেন লোকেশ রাহুল।
❤ Support Us