- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৭, ২০২৪
সেঞ্চুরি যশস্বীর, ৩২২ রানে এগিয়ে রাজকোটে রাজত্ব ভারতের
তৃতীয় টেস্ট চলাকালীন শুক্রবার রাতে পারিবারিক কারণে হঠাৎ করেই নিজেকে ম্যাচ থেকে সরিয়ে নে রবিচন্দ্রন অশ্বিন। রাজকোট থেকে ফিরে যান চেন্নাইয়ে নিজের বাড়িতে। অশ্বিনের মতো দলের সেরা স্পিনার না থাকায় ভারতীয় বোলিং প্রতিবন্ধী হয়ে পড়েছিল। তৃতীয় দিন অবশ্য অশ্বিনের অভাব বুঝতে দিলেন না বাকিরা। মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা দায়িত্ব ভাগাভাগি করে নিলেন। সিরাজদের দাপটে ৩১৯ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের শেষে তুলেছে ১৯৬/২।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ২০৭। ১৩৩ রান করে ক্রিজে ছিলেন বেন ডাকেট। জো রুট অপরাজিত ছিলেন ৯ রান করে। মনে হচ্ছিল বড় রানের ইনিংস গড়বে ইংল্যান্ড। কিন্তু সে আশায় জল ঢেলে দেন ভারতের বোলাররা। তৃতীয় দিন সকালে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। তুলে নেন জো রুটকে (১৮)। এরপর জনি বোয়ারস্টোকে (০) ফেরান কুলদীপ যাদব। দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডাকেট। শেষ পর্যন্ত ১৫৩ রান করে কুলদীপের বলে শুভমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
ডাকেট আউট হওয়ার পরই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত। বেন স্টোকস ও বেন ফোকস জুটি চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দলের ২৯৯ রানের মাথায় জাদেজার বলে স্টোকস (৪১) আউট হতেই ধস নামে ইংল্যান্ড ইনিংসে। ৩১৯ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের শেষ ৫ উইকেট পড়ে ২০ রানে। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৮৪ রানে ৪ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
১২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বারত। ভাল শুরু করেও বড় রান করতে পারেননি অধিনায় রোহিত শর্মা। ১৯ রান করে তিনি জো রুটের বলে এলবিডব্লু হন। আম্পায়ার প্রথমে আউট দেননি। স্টোকস রিভিউ নেন। তাতেই সাফল্য। রোহিত ফিরে যাওয়ার পর ভারতকে এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। শুভমান সতর্কভাবে ব্যাটিং করলেও অন্য প্রান্তে ঝড় তোলেন যশস্বী। ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর বাঁপায়ের পেশিতে টান লাগায় মাঠ ছেড়ে বেরিয়ে যান যশস্বী। তখন তিনি ১০৪ রানে ব্যাটিং করছিলেন।
যশস্বী রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে যাওয়ার আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান গিল। যশস্বী বেরিয়ে যাওয়ার পর মাঠে নামেন রজত পতিদার (০)। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যর্থ। এরপর নৈশপ্রহরী হিসেবে মাঠে নামেন কুলদীপ যাদব। তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার সময় ভারত ২ উইকেটে তুলেছে ১৯৬। শুভমান গিল ৬৫ ও কুলদীপ যাদব ৩ রান করে অপরাজিত রয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ভারত ৩২২ রানে এগিয়ে। বলতে গেলে রাজকোট টেস্টে চালকের আসনে রোহিতরা।
❤ Support Us