Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১, ২০২২

ইউক্রেনে আটক এখনও ১৬ হাজার পড়ুয়া। ভারতের হাই অ্যালার্ট, ছাত্রদের অবিলম্বে কিয়েভ ছাড়তে হবে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনে আটক এখনও ১৬ হাজার পড়ুয়া। ভারতের হাই অ্যালার্ট, ছাত্রদের অবিলম্বে কিয়েভ ছাড়তে হবে ।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বৈঠকে করেছে কেন্দ্র। মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে আটক ভারতীয়দের অবিলম্বে ট্রেন বা যে কোনও পরিবহনে ইউক্রেনের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েচে ভারত সরকার। জারি করেছে হাই অ্যালার্ট। ভারতীয়দের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়া, হাঙ্গারি, পোল্যান্ডের মতো দেশের সাহায্য নিচ্ছে ভারত ।

ভারতীয় দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে ঠাণ্ডা মাথায় কিয়েভ ছাড়তে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, অযথা উদ্বিগ্ন না হয়ে ইউক্রনের পশ্চিম দিকে এগিয়ে যেতে হবে। ছাত্রদের সঙ্গে পাসপোর্ট, টাকা ও পর্যাপ্ত পোশাক রাখতে হবে । একটি নির্দিষ্ট টুইটার হ্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে প্রতিবেশী দেশগুলির হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এখনও আটক ১৬ হাজার ভারতীয় পড়ুয়া । অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তার মাধ্যমে সাহায্যের আবেদন জানাচ্ছেন।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!