- দে । শ
- নভেম্বর ৩০, ২০২৩
রাষ্ট্রসংঘের প্রস্তাবে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে একজোট হয়ে ভোট দিল ভারত-চিন
সিরিয়ার গোলান হাইটস থেকে ইজরায়েলি সেনা সরিয়ে ফেলার পক্ষে একটি প্রস্তাব পাশ হয় রাষ্ট্রসংঘে। এই প্রস্তাবে ইস্রায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে সরব হল ভারত ! এই ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে একমত পোষণ করেছে চিনও! রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত, চিন দুই দেশই। সিরিয়ার গোলান হাইটস থেকে ইজরায়েলি সেনা সরিয়ে ফেলার পক্ষে প্রস্তাবটি পেশ হয় রাষ্ট্রসংঘে। সবমিলিয়ে মোট ৯১টি দেশ এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডার মতো দেশগুলো। ভোটদানে বিরত ৬২টি দেশ।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার গোলান হাইটস অঞ্চলটি ইজরায়েলি সেনার দখলে রয়েছে। এর আগেও এই ভূখণ্ডে ইজরায়েলের পদক্ষেপ নিয়ে নিন্দা প্রস্তাব পেশ হয় রাষ্ট্রসংঘে। সেই সময়েও গোলান হাইটসে ইজরায়েলি সেনার দখলের বিরোধিতা করে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত। এবারও তার ব্যতিক্রম হল না ।
মঙ্গলবার ফের ইজরায়েলি দখলদারির বিরুদ্ধে রাষ্ট্রসংঘে পেশ হওয়া প্রস্তাবে বলা হয়, নিরাপত্তা পরিষদের নিয়ম লঙ্ঘন করে ইজরায়েল গোলান হাইটস এলাকায় নিজেদের আইন ও প্রশাসন চাপিয়ে দিয়েছে, এই কাজ করছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ও দেশ। ফলে ওই এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। তাই ওই এলাকা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। প্রস্তাবটি এনেছিল মিশর।
মিশরের আনা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইজরায়েল। এছাড়াও আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, জাপান, ইউক্রেনের মতো দেশগুলো ভোটদানে বিরত থাকে। ভারত ও চিন ছাড়াও ইরান, ইরাক, লেবানন-সহ ৯১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিশরের আনা রাষ্ট্রসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
❤ Support Us