- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২০, ২০২৩
১০ বছর পর একদিনের ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ জয়দেব উনাদকাটের

গত কয়েক মরশুম ধরে দুরন্ত ফর্মে রয়েছেন। তার পুরস্কার পাচ্ছেন জয়দেব উনাদকাট। রনজি ট্রফিতে সাফল্য ১২ বছর পর তাঁকে টেস্ট দলে আবার জায়গা করে দিয়েছে। এই মরশুমে বিজয় হাজারে ট্রফিতেও দারুণ সাফল্য। আর সেই সাফল্যই ১০ বছর পর আবার একদিনের ক্রিকেটে জায়গা ফিরিয়ে দিল জয়দেব উনাদকাটকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
২০১৩ সালের ২১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন জয়দেব উনাদকাট। তারপর জাতীয় দল থেকে ছিটকে যান। দেশের হয়ে ৭টি একদিনের ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ডাক পেলেন। আর সেই সুখবর পেলেন সৌরাষ্ট্রকে রনজি ট্রফি জেতানোর দিনেই।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণে প্রথম ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তাঁর জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। কদিনের দলে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। নির্বাচকরা উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছেন ঈশান কিষানকে। আর ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। তবে সহ–অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। একদিনের দলে রয়েছেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ–অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকাট। ৯ মাস পর আবার একদিনের ক্রিকেটে খেলতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে।
এদিকে লোকেশ রাহুলকে বার্তা দিলেন জাতীয় নির্বাচকরা। বলতে গেলে তাঁকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার ইঙ্গিত দেওয়া হল। প্রথম দুটি টেস্টে ব্যর্থ লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুটি টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। সেই দলে তাঁকে রাখা হলেও সহ অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। যদিও তাঁর জায়গায় সহ অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করেননি নির্বাচকরা। যদি ইন্দোরে পরের টেস্টে লোকেশ রাহুল নিজেকে মেলে ধরতে না পারেন, তাহলে চতুর্থ টেস্টে তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
❤ Support Us