- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১১, ২০২৩
নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙছে না ভারত
টানা ৮ ম্যাচে জয়। আত্মবিশ্বাসের চূড়ান্ত শিখরে ভারতীয় দল। এই অবস্থায় রবিবার লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত ব্রিগেড। প্রতিপক্ষ দুর্বল হলেও ডাচদের হালকাভাবে নিতে রাজি নয় ভারতীয় শিবির। শেষ ম্যাচ জিতে অপরাজিত তকমা নিয়েই সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চান রোহিত শর্মারা।
নিয়মরক্ষার শেষ ম্যাচে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিরা বিশ্রাম নিয়ে ছন্দ নষ্ট করতে রাজি নন। ফলে হল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনের এই ম্যাচেও খেলা হচ্ছে না। উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
চলতি বিশ্বকাপে রোহিত শর্মা যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, মুগ্ধ ভারতীয় দলের হেড স্যার রাহুল দ্রাবিড়। হল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিতের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিত দলকে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। মাঠে ও মাঠের বাইরে নেতা হিসেবে নিজেকে উদাহরণ হিসেবে মেলে ধরেছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কয়েকটা ম্যাচে এমন পরিস্থিতি ছিল, ফল আমাদের বিপক্ষে যেতে পারত। দুর্দান্ত নেতৃত্ব দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছে। এছাড়া শুরুতে যেভাবে ব্যাটিং করছে, তাতে পরের দিকে ব্যাটারদের কাজ সহজ হয়ে যাচ্ছে। অনেকেই ভাবছে আমরা সহজেই জিতছি। তার মূল কারণ কিন্তু রোহিতের ব্যাটিং।’
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিল। রবিবার ভারত–হল্যান্ড ম্যাচে সেই সম্ভাবনা নেই। চিন্নাস্বামীর বাইশ গজে রানে ভরা। চারটি ম্যাচে পরে ব্যাট করা দল তিনটি ম্যাচে জয় পেয়েছে। ভারতীয় ব্যাটাররা যেরকম ফর্মে রয়েছেন, রবিবারও রানের ফেস্ট হবে। বিরাট কোহলির সামনে সুযোগ কিংবদন্তী শচীন তেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার।
❤ Support Us