- Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৪, ২০২৪
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা শীর্ষে ভারত। দুইয়ে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া
জমে উঠেছে আইসিসি–র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথম দুটি সংস্করণের মতো এবারও দুর্দান্ত লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একসময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। অসিদের টপকে শীর্ষে উঠে এসেছিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ১ নম্বর জায়গা দখল করেছিল নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল ভারত।
ভারতকে শীর্ষে পৌঁছে দেওয়ার কৃতিত্ব অবশ্য অস্ট্রেলিয়ার। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭২ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে যেমন এগিয়ে গেছে, তেমনই এগিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে দিয়েছে ভারতকে। এই মুহূর্তে ভারতের পয়েন্টের শতকরা হার ৬৪.৫৮। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের শতকরা হার ৬০। আর তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ৫৯.০৯। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্টের শতকরা হার ৫০। আর পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৩৬.৬৬।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। জিতেছে ৫টি, হার ২টিতে। ১টি ম্যাচ ড্র করেছে। একটা টেস্ট জিতলে জয়ী দল ১২ পয়েন্ট করে পায়। ড্র করলে ৪ পয়েন্ট। কোনও দল মন্থর ওভার রেটের আওতায় পড়লে ২ পয়েন্ট কাটা যায়। ৫ টেস্ট জিতে ও ১ টি টেস্ট ড্র করে ভারতের মোট পয়েন্ট ৬৪ পয়েন্ট। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে মন্থর ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা যায়। ফলে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৬২। অর্থাৎ ৯৬ পয়েন্টের মধ্যে পেয়েছে ৬২। শতকরা হার ৬৪.৫৮।
ওয়েলিংটন টেস্ট হারের পর নিউজিল্যান্ড ৫ টেস্টে ৩৬ পয়েন্টে দাঁড়িয়ে। ৩টি জয়, ২টি হার। সম্ভাব্য ৬০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৩৬ পয়েন্ট। শতকরা হার ৬০.০০। সবথেকে বেশি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ১১ টেস্টে জিতেছে ৭টি, ড্র ১, হার ৩। মোট পয়েন্ট ৮৮। মন্থর ওভার রেটের জন্য ১০ পয়েন্ট কাটা গেছে। অর্থাৎ পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। পয়েন্টের শতকরা হার ৫৯.০৯।
❤ Support Us